ঢাকা, শনিবার   ২৭ সেপ্টেম্বর ২০২৫,   আশ্বিন ১২ ১৪৩২

নাটকের শুটিংয়ের কথা বলে রিসোর্টে নিয়ে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত : ০৮:৫৪ এএম, ২৭ সেপ্টেম্বর ২০২৫ শনিবার | আপডেট: ০৯:০১ এএম, ২৭ সেপ্টেম্বর ২০২৫ শনিবার

গাজীপুরের শ্রীপুরে একটি রিসোর্টে নাটকের শুটিংয়ের কথা বলে এক নারীকে ডেকে এনে ধর্ষণের অভিযোগে থানায় মামলা হয়েছে। মামলায় তিনজনকে আসামি করা হয়েছে। 

শুক্রবার দিবাগত রাতে ওই নারী বাদী হয়ে শ্রীপুর থানায় মামলা দায়ের করেন। 

মামলায় আসামিরা হলেন, মোঃ নাছির  ও মোঃ বাবর ও অজ্ঞাত একজন। 

এঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। তবে আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে বলে জানিয়েছে শ্রীপুর থানার অফিসার ইনচার্জ।

নাটকে অভিনয়ের সুযোগ দেওয়ার প্রলোভনে ঢাকার মিরপুর থেকে ওই নারীকে শ্রীপুরে নিয়ে যাওয়া হয়।

মামলার বিবরণে ওই নারী  বলেছেন, তিনি একজন আর্টিস্ট ও মডেল। মামলায় অভিযুক্ত মো: নাছির নাটকের পরিচালক ও মোঃ বাবর তার সহযোগী এবং অজ্ঞাত আরেকজন গত ২২ সেপ্টেম্বর  রাতে স্যুটিংয়ের কথা বলে ঢাকা থেকে শ্রীপুরের রাস রিসোর্টের একটি কক্ষে তাকে আটকে রাখে। এসময় নাছির, বাবর ও অজ্ঞাত ওই ব্যক্তি তাকে পালাক্রমে জোরপূর্বক ধর্ষণ করে। 

পরের দিন ওই নারীর ব্যবহৃত মোবাইলফোন রেখে মারধর করে অভিযুক্তরা রিসোর্ট থেকে তাকে বের করে দেয়।

 শ্রীপুর থানার অফিসার্স ইনচার মহম্মদ আব্দুল বারিক জানান, নারীর লিখিত অভিযোগের প্রেক্ষিতে থানায় মামলা হয়েছে। আসামী গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।  বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

এএইচ