ঢাকা, রবিবার   ২৮ সেপ্টেম্বর ২০২৫,   আশ্বিন ১২ ১৪৩২

পাহাড়ে নিখোঁজ  ৭ স্কুল শিক্ষার্থী উদ্ধার 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:১২ পিএম, ২৭ সেপ্টেম্বর ২০২৫ শনিবার

চট্টগ্রামের বাঁশখালীতে পাহাড়ে অ্যাডভেঞ্চারে গিয়ে হারিয়ে যাওয়া সাত শিশুকে উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৭ সেপ্টেম্বর) সকালে ডাকভাঙা পাহাড়ি এলাকা থেকে তাদের উদ্ধার করে অভিভাবকের কাছে হস্তান্তর করা হয়।

উদ্ধারকৃত শিক্ষার্থীরা সবাই উপজেলার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র বলে জানা গেছে। 

উদ্ধারকৃত শিশুরা হল- মাহতাব মনজুর, আবরার উদ্দীন ইশরাফ, আখতারুজ্জমান, কিশোর দাশ, আল-জাওয়াহরি, মো. জিনান ও মো. সাঈদ। 

স্থানীয়দের সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার বিকেলে সাত বন্ধু মিলে আমেনা পার্কে ঘুরতে যায়। পরে সন্ধ্যা নেমে এলে তারা পথ হারিয়ে গহীন জঙ্গলে চলে যায়। পরে জঙ্গলেই রাত কাটান শিক্ষার্থীরা। 

শনিবার ভোরে স্থানীয়রা আমেনা পার্ক সংলগ্ন ধুইল্যাঝিরি পাহাড়ি এলাকায় নিখোঁজ শিক্ষার্থীদের দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ তাদের উদ্ধার করে। 

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, ভোরে স্থানীয়দের সহায়তায় নিখোঁজ সাত ছাত্রকে উদ্ধার করা হয়েছে। তাদেরকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। 

এমআর/এসএস/