ঢাকা, রবিবার   ২৮ সেপ্টেম্বর ২০২৫,   আশ্বিন ১২ ১৪৩২

রোববার ঘোষণা করা হবে হজ প্যাকেজ, কমবে খরচ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৫৬ পিএম, ২৭ সেপ্টেম্বর ২০২৫ শনিবার

আগামী রোববার (২৮ সেপ্টেম্বর) হজ যাত্রীদের জন্য ঘোষণা করা হবে হজ প্যাকেজ-২০২৬।  ঐ দিন বিকেল ৫ টায় মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ প্যাকেজ ঘোষণা করবেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। মন্ত্রণালয় জানায়, এবারের হজ প্যাকেজে খরচ কিছুটা কমানো হবে।

শনিবার (২৭ সেপ্টেম্বর) ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আবুবকর সিদ্দীক এ তথ্য নিশ্চিত করেছেন।

ধর্ম মন্ত্রণালয় সূত্রে জানা যায়, এবার সরকারি ব্যবস্থাপনার হজযাত্রীদের জন্য তিনটি প্যাকেজ ঘোষণা করা হবে। এক্ষেত্রে চলতি বছর দুটি হজ প্যাকেজ  ঘোষণা করা হয়েছিল। 

সাধারণ হজ প্যাকেজ-১-এ খরচ ছিল ৪ লাখ ৭৮ হাজার ২৪২ টাকা এবং প্যাকেজ-২-এ খরচ ছিল ৫ লাখ ৭৫ হাজার ৬৮০ টাকা।

বেসরকারি ব্যবস্থাপনায় প্যাকেজ নির্ধারিত ছিল ৪ লাখ ৮৩ হাজার ১৫৬ টাকা।

অন্যদিকে চলতি বছরের মতো আগামী বছরও বেসরকারি ব্যবস্থাপনার হজযাত্রীদের জন্য একটি প্যাকেজ নির্ধারণ করে দেওয়া হবে। হজ এজেন্সিগুলো এর নিচে কোনো প্যাকেজ ঘোষণা করতে পারবে না। 

এমআর//