ঢাকা, শুক্রবার   ১৭ অক্টোবর ২০২৫,   কার্তিক ১ ১৪৩২

এশিয়া কাপের ট্রফি নেয়নি ভারত, মেডেল হস্তান্তর করেনি এসিসি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৪৫ পিএম, ২৯ সেপ্টেম্বর ২০২৫ সোমবার

নবম বারের মতো এশিয়া কাপ চ্যাম্পিয়ন হলো ভারতীয় ক্রিকেট দল। এশিয়া কাপ টি-টোয়েন্টি ২০২৫ আসরের ফাইনাল ম্যাচে পাকিস্তানকে পাঁচ উইকেটে হারিয়েছে সুরিয়া কুমার ইয়াদাভের দল। তবে, চ্যাম্পিয়ন হলেও শিরোপা হাতে নেয়নি ভারত। 

এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি মোহসিন নকভির হাত থেকে শিরোপা নিতে অস্বীকৃতি জানায় ভারতীয় দল। মোহসিন নকভি একইসাথে পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান এবং দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী।

এদিকে, ভারতীয় ক্রকেটারেরা মি. নকভির হাত থেকে শিরোপা নিতে অস্বীকৃতি জানানোর পর তাদেরকে টুর্নামেন্ট সেরার ট্রফি কিংবা বিজয়ী দলের মেডেল হস্তান্তর করেনি এসিসি।

ফলে এখন সেটি নিয়েও ক্ষিপ্ত হয়েছে ভারতীয় দল।

ভারতের ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা বিসিসিআইয়ের সচিব দেবজিত সাইকিয়া সংবাদসংস্থা এএনআইকে বলেন, "আমরা সিদ্ধান্ত নিয়েছি এশিয়া কাপের ট্রফি এসিসি-র চেয়ারম্যানের কাছ থেকে নেব না, যিনি পাকিস্তানের প্রধান নেতাদের একজন।"

"তবে, এর মানে এই নয় যে ভদ্রলোক ট্রফি আর মেডেল নিয়ে চলে যাবেন। এটি খুবই দুর্ভাগ্যজনক এবং আমরা আশা করি ট্রফি ও মেডেল দ্রুত ভারতের কাছে ফেরত দেওয়া হবে।"

পুরো টুর্নামেন্ট জুড়েই ভারত ও পাকিস্তানের মধ্যকার রাজনৈতিক অস্থিরতার রেশ ছিল, ফাইনাল ম্যাচেও তার আঁচ টের পাওয়া গেছে।

পুরস্কার বিতরণী অনুষ্ঠান শুরু হলে কুলদীপ ইয়াদাভ, অভিষেক শর্মা ও তিলক ভার্মা মঞ্চে উপস্থিত অন্যান্য অতিথিদের কাছ থেকে নিজেদের ব্যক্তিগত পুরস্কার গ্রহণ করেন।

এরপর পাকিস্তানের অধিনায়ক সালমান আগা মোহসিন নকভির কাছ থেকে রানার্স-আপ চেক নেন।

সম্প্রচারকারী প্রতিষ্ঠানের পক্ষ থেকে উপস্থাপক সাইমন ডুল মঞ্চে বলেন, "এশিয়ান ক্রিকেট কাউন্সিল জানিয়েছে যে ভারতীয় দল আজ রাতে পুরস্কার নেবে না। সুতরাং এর মধ্য দিয়েই ম্যাচ-পরবর্তী আনুষ্ঠানিকতা শেষ হলো।"

আর অনুষ্ঠান শেষ করার পরও ভারতীয় দলের কাছে পুরষ্কার পাঠানোর ব্যবস্থা করা হয়নি - ফলে সেখান থেকে শুরু হয় আরেক দফা অসন্তোষের।

পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে সংবাদ সম্মেলনে ভারতীয় অধিনায়ক সুরিয়া কুমার বলেন, তিনি এমন ঘটনা আগে কখনো দেখেননি।

তিনি বলেন, "ক্রিকেট খেলা শুরু করার পর থেকে কিংবা খেলা অনুসরণ করার সময়, এরকম কোনো ঘটনা আমি কখনো দেখিনি, যেখানে চ্যাম্পিয়ন দলকে তাদের প্রাপ্য ট্রফি দেওয়া হয়নি। সেটাও আবার পরিশ্রম করে জেতা একটি ট্রফি।"

সুরিয়া কুমারের ভাষায়, "আমাদের এটা প্রাপ্য। এর চেয়ে বেশি কিছু আমি বলতে চাই না। আমার মনে হয় কথাটা আমি যথেষ্ট স্পষ্ট করে দিয়েছি।"

তিনি আরও যোগ করেন, "যদি আপনারা আমাকে ট্রফির কথা বলেন, আমার কাছে আসল ট্রফি ড্রেসিংরুমে, আমার সঙ্গে থাকা ১৪ জন সতীর্থ আর সাপোর্ট স্টাফ। এই এশিয়া কাপের যাত্রায় তারাই আসল ট্রফি।"

এদিকে, ভারতের ক্রিকেট বোর্ড এশিয়া কাপ জয়ের ২১ কোটি ভারতীয় রুপি পুরস্কার ঘোষণা করেছে দলটির জন্য।

এএইচ