পরিস্থিতির উন্নতি হলে সমাধান হবে ভিসা জটিলতা: ভারতীয় হাইকমিশনার
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১১:০০ পিএম, ২৯ সেপ্টেম্বর ২০২৫ সোমবার | আপডেট: ১১:০৬ পিএম, ২৯ সেপ্টেম্বর ২০২৫ সোমবার

বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, বাংলাদেশিদের জন্য বিপুলসংখ্যক মেডিক্যাল ভিসা দেওয়া হয়েছে,যা এখনো অব্যাহত আছে। পরিবেশ-পরিস্থিতির উন্নতি হলে ভারতের অন্যান্য ভিসা প্রক্রিয়া চালু করা হবে।
সোমবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় টাঙ্গাইলে দানবীর রণদা প্রসাদ সাহার দুর্গামণ্ডপ পরিদর্শনে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
সবাইকে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়ে ভারতীয় হাইকমিশনার বলেন,দুর্গাপূজার উৎসব ভারত এবং বাংলাদেশ একইভাবে উৎসাহ নিয়ে পালন করছে। দুর্গাপূজা দুই দেশের মানুষের জন্য কল্যাণ বয়ে আনবে বলে প্রত্যাশা করেন তিনি।
এ সময় কুমুদিনী হোমস কর্তৃপক্ষ হাইকমিশনারকে মন্দিরের ইতিহাস ও সংস্কার কার্যক্রম সম্পর্কে অবহিত করে এবং কুমুদিনী হোমসের কর্মকর্তারা ফুল দিয়ে তাকে বরণ করে নেন।
কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক রাজিব প্রসাদ সাহা, কানাডার হাইকমিশনার অজিত সিং, নেপালের অ্যাম্বাসেডর ঘনশ্যাম ভান্ডারিসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।
এমআর//