ঢাকা, বুধবার   ০১ অক্টোবর ২০২৫,   আশ্বিন ১৫ ১৪৩২

পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলায় নিহত অন্তত ১০

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৬:২৫ পিএম, ৩০ সেপ্টেম্বর ২০২৫ মঙ্গলবার

আত্মঘাতী বোমা হামলায় পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশের কোয়েটা শহরে দেশটির আধা-সামরিক বাহিনীর সদরদপ্তরের বাইরে অন্তত ১০ জন নিহতের ঘটনা ঘটেছে। মঙ্গলবার হামলাকারীরা আধা-সামরিক বাহিনীর সদরদপ্তরে ঢুকে গোলাগুলির পর ওই বিস্ফোরণ ঘটিয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা ।

বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী সরফরাজ বুগতি টেলিভিশনে দেওয়া এক বক্তব্যে বলেছেন, হামলাকারীরা আধা-সামরিক বাহিনীর সদরদপ্তরে ঢুকে গুলি চালাতে শুরু করে। পরে আধা-সামরিক বাহিনীর সদস্যরা পাল্টা প্রতিরোধ গড়ে তুললে হামলাকারীরা আত্মঘাতী বিস্ফোরণ ঘটায়।

তিনি বলেন, হামলাকারীরা পিকআপ ভ্যান চালিয়ে সদরদপ্তরে প্রবেশ করেন। পরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে চার হামলাকারী নিহত হয়েছেন।

দেশটির প্রাদেশিক স্বাস্থ্যমন্ত্রী বখত কাকার জানিয়েছেন,নিহতদের মধ্যে সাধারণ মানুষ ও সেনা সদস্য উভয়ই রয়েছে। তিনি রয়টার্সকে বলেন, হামলায় অন্তত ৩৩ জন আহত হয়েছে। নিহত সেনাদের সঠিক সংখ্যা এখনো জানা যায়নি।

বেলুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটার অবস্থান আফগানিস্তান ও ইরানের সীমান্তবর্তী এলাকায়। দেশটির খনিজসম্পদে সমৃদ্ধ ওই অঞ্চলে গওয়াদর বন্দর অবস্থিত। চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের অংশ হিসেবে ৬৫ বিলিয়ন ডলারের চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডর প্রকল্পের আওতায় ওই বন্দরের নির্মাণ কাজ চলছে।

সাম্প্রতিক মাসগুলোতে এ অঞ্চলে জঙ্গি ও বিচ্ছিন্নতাবাদী বিদ্রোহীরা হামলা জোরদার করেছে। তবে মঙ্গলবারের হামলার দায় এখনো কোনো গোষ্ঠী স্বীকার করেনি।

ইসলামাবাদ অভিযোগ করে বলেছে, চিরবৈরী প্রতিদ্বন্দ্বী ভারত ওই অঞ্চলের বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীকে সহিংসতায় উসকানি দিচ্ছে। যদিও নয়াদিল্লি এসব অভিযোগ অস্বীকার করেছে।

এমআর//