ঢাকা, শুক্রবার   ০৩ অক্টোবর ২০২৫,   আশ্বিন ১৮ ১৪৩২

প্রতিমা বিসর্জনের সময় নদীতে পড়ে কিশোর নিখোঁজ

নওগাঁ প্রতিনিধি

প্রকাশিত : ০৯:০৯ এএম, ৩ অক্টোবর ২০২৫ শুক্রবার

নওগাঁর মহাদেবপুরে আত্রাই নদীতে প্রতিমা বিসর্জনের সময় নৌকা থেকে পড়ে রনি হাওলাদার (১৬) নামে এক কিশোর নিখোঁজ হয়েছে। ফায়ার সার্ভিসের ডুবুরি দল নিখোঁজ কিশোরীর সন্ধান চালিয়ে যাচ্ছেন বলে জানা গেছে। 

বৃহস্পতিবার (২ অক্টোবর) বিকেল ৫টার দিকে আত্রাই নদীর মহাদেবপুর উপজেলার শীবগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে। নিখোঁজ রনি জেলার মান্দা উপজেলার বানডুবি গ্রামের রনজিত হাওলাদারের ছেলে।

স্থানীয় ও থানা পুলিশ সূত্রে জানা যায়, প্রতিমা বিসর্জনের উৎসবের অংশ হিসাবে প্রতিবারের মতো এবারও প্রতিমা ভাসানোর আয়োজন করে স্থানীয়রা, রনি পরিবারের সদস্য এবং বন্ধুবান্ধবসহ অনেকে নৌকা নিয়ে আত্রাই নদীতে আনন্দ করছিল। তাদের নৌকাটি একসময় মহাদেবপুর উপজেলার শিবগঞ্জ এলাকায় পৌঁছলে হঠাৎ করেই নৌকাটি নিয়ন্ত্রণ হারালে রনি নৌকা থেকে নদীতে পড়ে নিখোঁজ হয়। 

এসময় নৌকায় থাকা রনির সাথের লোকজন দ্রুত থানা-পুলিশকে খবর দেন। পুলিশের সহযোগিতায় স্থানীয় ফায়ার সার্ভিসের ডুবুরি দল তৎক্ষণাৎ উদ্ধার কাজ শুরু করে। এখন পর্যন্ত তার কোনো খোঁজ পাওয়া যায়নি।

মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন রেজা বিষয়টি নিশ্চিত করে বলেন, নিখোঁজ কিশোরকে উদ্ধারের জন্য চেষ্টা করা হচ্ছে। ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহযোগিতায় তল্লাশি চলছে। আমরা আশা করছি, দ্রুতই তার সন্ধান মিলবে।

এএইচ