ঢাকা, শুক্রবার   ০৩ অক্টোবর ২০২৫,   আশ্বিন ১৮ ১৪৩২

ধামরাইয়ে ডাকাতির প্রস্তুতিকালে পাঁচ ডাকাত আটক

সাভার প্রতিনিধি

প্রকাশিত : ০৩:২৫ পিএম, ৩ অক্টোবর ২০২৫ শুক্রবার

ঢাকার ধামরাইয়ে ডাকাতির প্রস্তুতিকালে পাঁচজনকে আটক করেছে পুলিশ। এসময় একটি প্রাইভেটকারসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, বৃহস্পতিবার দুপুরের দিকে ধামরাইয়ের বাথুলি এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে অভিযান চালায় পুলিশ। এসময় হাতুড়ি, চাকু ও লোহার রডসহ প্রাইভেটকারে থাকা পাঁচজনকে আটক করা হয়। 

আকটককৃতরা হলো- মিজানুর রহমান, হাফিজুর রহমান টুকু, ইমরান ব্যাপারী, ইলিয়াস কাজী ও মনির হোসেন। আসামিরা মূলত ঝালকাঠি, বরিশাল, ফরিদপুর ও ভোলার বাসিন্দা হলেও বর্তমানে ঢাকার বিভিন্ন এলাকায় অবস্থান করছিল।

গ্রেফতারদের জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দীর্ঘদিন ধরে ঢাকা-আরিচা মহাসড়কে ডাকাতি, ছিনতাই ও অপহরণ করে মুক্তিপণ আদায়সহ বিভিন্ন অপরাধে জড়িত। তাদের বিরুদ্ধে এর আগেও বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

এ ঘটনায় ধামরাই থানায় মামলা রুজু করে গ্রেফতারদের আদালতে পাঠানো হয়েছে।

এএইচ