গাজীপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় ৩ জন নিহত
গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত : ০৮:১৭ এএম, ৫ অক্টোবর ২০২৫ রবিবার | আপডেট: ০৮:৪৯ এএম, ৫ অক্টোবর ২০২৫ রবিবার

ফাইল ছবি
গাজীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুজন।
পুলিশ জানায়, শনিবার দিবাগত রাত ১০টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের সালনা ন্যাশনাল পার্কের সামনে অজ্ঞাত গাড়ি চাপায় দুইজন মোটরসাইকেল আরোহী নিহত হন। এছাড়া রাত সাড়ে ১০টার দিকে ঢাকা-গাজীপুর সড়কের ধান গবেষণার সামনে প্রাইভেট কারের চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
এসময় চালকসহ দুজন গুরুতর আহত হন। পরে আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়া হয়।
হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।
পুলিশ প্রাইভেট কারটি জব্দ করেছে। তবে চালক পালিয়ে গেছে।
সদর থানার অফিসার ইনচার্জ মেহেদী হাসান জানান, ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এএইচ