প্রেষণে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে কর্মকর্তা না নেয়ার দাবি
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১১:০৯ এএম, ৫ অক্টোবর ২০২৫ রবিবার

বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে প্রেষণে কর্মকর্তা না নেওয়ার দাবি জানিয়েছেন ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হাসপাতালে কর্মরত ৩৫ জন কর্মকর্তা।
উপাচার্যের কাছে গত মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) ওই ৩৫ কর্মকর্তার স্বাক্ষর সম্বলিত একটি আবেদনপত্র জমা দেওয়া হয়।
আবেদনপত্রে উল্লেখ করা হয়, ‘আমরা দীর্ঘ ১৫ বছর ধরে আমাদের অধিকার থেকে বঞ্চিত ছিলাম। তবে আল্লাহপাকের অশেষ রহমতে আমরা স্বৈরাচারের হাত থেকে মুক্তি পেয়েছি। কিন্তু বর্তমানে ডেপুটেশন কর্মকর্তা আসার কারণে আমাদের অধিকারগুলো পুনরায় সঙ্কুচিত হচ্ছে’।
আরও বলা হয়, ‘ডেপুটেশনে আসা কর্মকর্তাদের চাপিয়ে দেয়ার ফলে আমাদের উপর বৈষম্যের সৃষ্টি হচ্ছে, যা পুরোপুরি অগ্রহণযোগ্য। আমরা দীর্ঘ সময় ধরে আমাদের দায়িত্ব পালন করে আসছি, তাই আমাদের অধিকারের প্রতি সম্মান প্রদর্শন করার আহ্বান জানাই।’
আশা প্রকাশ করে আবেদপত্রে বলা হয়, ‘বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আমাদের আবেদন গুরুত্বের সাথে বিবেচনা করবে।’
এএইচ