ঢাকা, রবিবার   ০৫ অক্টোবর ২০২৫,   আশ্বিন ২০ ১৪৩২

ঝিনাইদহে মাঠে কাজ করতে গিয়ে বজ্রপাতে ২ কৃষকের মৃত্যু

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশিত : ০৩:৩৮ পিএম, ৫ অক্টোবর ২০২৫ রবিবার | আপডেট: ০৩:৪৫ পিএম, ৫ অক্টোবর ২০২৫ রবিবার

ঝিনাইদহ সদর ও শৈলকুপায় মাঠ কাজ করার সময় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে। 

আজ রোববার সকালে ঝিনাইদহ সদর উপজেলার আড়মুখি ও শৈলকুপা উপজেলার শেখরা গ্রামের মাঠে এই মৃত্যুর ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সকালে সদরের আড়মুখী গ্রামের কৃষক শিমুল বিশ্বাস বাড়ির পাশের মাঠে নিজ জমিতে কাজ করছিলেন। সকালে বৃষ্টি শুরু হলে অন্যদের সাথে মাঠ থেকে বাড়ি ফিরছিলেন তিনি। সেসময় হঠাৎ বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান শিমুল বিশ্বাস।

অপরদিকে, সকালে শৈলকুপা উপজেলার শেখরা গ্রামের কৃষক হুরমত শেখ বাড়ির পাশের মাঠ কাজ করছিলেন। বৃষ্টি ও বজ্রপাত শুরু করে তিনিও বাড়ি ফিরছিলেন। হঠাৎ বিকট শব্দে বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হন। 

পরিবারের লোকজন তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে গেলে সেখানেই তার মৃত্যু হয়।

ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার ইমরান জাকারিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, বৈরী আবহাওয়ার কারণে প্রায় বজ্রপাতে মৃত্যুর ঘটনা ঘটছে। তাই বৃষ্টি বা বজ্রপাতের সময় যেন কেউ খোলা আকাশের নিচে না থাকেন। ঝড়-বৃষ্টির সাথে সাথে সকলকে ঘরে থাকার পরামর্শ দেন তিনি।

এএইচ