ঢাকা, সোমবার   ০৬ অক্টোবর ২০২৫,   আশ্বিন ২০ ১৪৩২

টস জিতে বোলিংয়ে বাংলাদেশ,লক্ষ্য হোয়াইটওয়াশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:০২ পিএম, ৫ অক্টোবর ২০২৫ রবিবার

আফগানিস্তানের বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে জয়ের লক্ষ্যে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ দলের অধিনায়ক জাকের আলী। এর আগে আফগানদের বিপক্ষে প্রথম দুই টি-টোয়েন্টি ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ।  

রোববার (৫অক্টোবর) শারজা ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে আফগানদের হোয়াইটওয়াশ করার লক্ষ্য নিয়ে মাঠে নামছেন লাল-সবুজের প্রতিনিধিরা।

এদিকে সিরিজের তৃতীয় ম্যাচে বাংলাদেশ দলে খানিকটা পরিবর্তন এসেছে। পেসার মুস্তাফিজুর রহমানকে বিশ্রাম দিয়ে আরেক পেসার তানজিম হাসান সাকিবকে একাদশে ফেরানো হয়েছে।

বাংলাদেশ একাদশ : তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, জাকের আলি অনিক (অধিনায়ক), শামীম হোসেন পাটোয়ারি, নুরুল হাসান সোহান, নাসুম আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম ও তানজিম হাসান সাকিব।

আফগানিস্তান একাদশ: রাহমানউল্লাহ গুরবাজ, সেদিকউল্লাহ আতাল, ইব্রাহিম জাদরান, দারভিশ রাসুলি, ওয়াফিউল্লাহ তারাখিল, আজমাতউল্লাহ ওমারজাই, মোহাম্মাদ নাবি, আবদুল্লাহ আহমাদজাই, বাশির আহমাদ, রাশিদ খান (অধিনায়ক) ও মুজিব উর রাহমান।

এমআর//