ঢাকা, সোমবার   ০৬ অক্টোবর ২০২৫,   আশ্বিন ২১ ১৪৩২

সাভারে পোশাক কারখানায় আগুন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৩:৩৬ পিএম, ৬ অক্টোবর ২০২৫ সোমবার

সাভারের আশুলিয়ায় আয়েশা গার্মেন্টস নামে একটি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (৬ অক্টোবর) দুপুরে আশুলিয়ার জামগড়া এলাকার ঐ পোশাক কারখানায়  এ  অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

এদিকে  আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তিন ইউনিট কাজ  করে  যাচ্ছে বলে জানা যায়।

আগুন লাগার পর কারখানার আশেপাশে অনেক লোকজন জড়ো হওয়ার কারণে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানজটের সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের পাশাপাশি সেনাবাহিনীও কাজ করছে বলে জানা গেছে।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে ফায়ার ফাইটার সবুজ ইসলাম বলেন, “আয়েশা গার্মেন্টসের আগুন নিয়ন্ত্রণে জিরাবো ফায়ার স্টেশনের তিনটি ও বিইপিজেড ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করছে।

 তবে আগুন লাগার কারণ জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।

এমআর//