ঢাকা, মঙ্গলবার   ০৭ অক্টোবর ২০২৫,   আশ্বিন ২১ ১৪৩২

রাইস ব্রান তেলের বর্তমান বাজার চাহিদা ও ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৩৫ পিএম, ৬ অক্টোবর ২০২৫ সোমবার | আপডেট: ০৮:৪০ পিএম, ৬ অক্টোবর ২০২৫ সোমবার

রাজধানীতে ‘বাংলাদেশে রাইস ব্রান তেলের বর্তমান বাজার চাহিদা ও ভবিষ্যৎ সম্ভাবনা’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে । সোমবার (০৬ অক্টোবর) মতিঝিলের এফবিসিসিআই প্রধান কার্যালয়ের সভাকক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

মতবিনিময় সভায় দেশের শীর্ষ শিল্পোদ্যোক্তা, কৃষি বিশেষজ্ঞ ও তেল উৎপাদন খাতের প্রতিনিধিরা অংশ নেন। 

সভায় প্রগতিশীল ব্যবসায়ী পরিষদের পরিচালক পদপ্রার্থী ও ন্যাশনাল এগ্রি কেয়ারের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) কেএসএম মোস্তাফিজুর রহমান সিআইপি উপস্থিত ছিলেন। 

কেএসএম মোস্তাফিজুর রহমান সিআইপি বলেন,‘বাংলাদেশ কৃষিনির্ভর দেশ। ধান আমাদের প্রধান খাদ্যশস্য, আর রাইস ব্রান সেই ধানেরই মূল্যবান উপজাত, যা থেকে উৎপাদিত তেল শুধু অর্থনৈতিকভাবে নয়, স্বাস্থ্যের জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশে রাইস ব্রান তেল উৎপাদনের যথেষ্ট সম্ভাবনা রয়েছে, যা কাজে লাগাতে পারলে দেশের বৈদেশিক মুদ্রা সাশ্রয় ও কর্মসংস্থান বৃদ্ধি পাবে।’

এসময় তিনি আরও বলেন, ‘রাইস ব্রান তেল শুধু ভোজ্য তেল হিসেবে নয়, এটি কসমেটিকস, ফার্মাসিউটিক্যালস ও শিল্প খাতেও ব্যবহারযোগ্য। সরকার ও বেসরকারি খাতের যৌথ উদ্যোগে এই শিল্পকে এগিয়ে নেওয়া গেলে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার রাইস ব্রান তেলের কেন্দ্রবিন্দুতে পরিণত হতে পারে।’

সভায় উপস্থিত অন্যান্য বক্তারা কেএসএম মোস্তাফিজুর রহমানের বক্তব্যের প্রশংসা করেন এবং দেশে রাইস ব্রান তেল শিল্পকে সম্প্রসারণের প্রয়োজনীয়তার বিষয়ে একমত হন। 


অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড রাইস ব্রান অয়েল ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের সভাপতি Mr. Yozaemon Yamaguchi, যিনি বাংলাদেশের রাইস ব্রান তেল শিল্পে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেন এবং প্রযুক্তিগত সহায়তার আশ্বাস দেন।

সভা শেষে অংশগ্রহণকারীরা বাংলাদেশের কৃষি ও শিল্প খাতের সমন্বিত উন্নয়নের মাধ্যমে রাইস ব্রান তেলকে ‘অর্থনীতির সোনালী শস্য’ হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

এমআর//