ঢাকা, মঙ্গলবার   ০৭ অক্টোবর ২০২৫,   আশ্বিন ২২ ১৪৩২

আ’লীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় এসআই মামুন প্রত্যাহার

বগুড়া প্রতিনিধি

প্রকাশিত : ০৯:০৮ এএম, ৭ অক্টোবর ২০২৫ মঙ্গলবার

বগুড়ার শিবগঞ্জে আওয়ামী লীগ নেতা ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান রিজ্জাকুল রহমান রাজুকে হাতকড়াসহ ছিনিয়ে নেওয়ার চাঞ্চল্যকর ঘটনার পর দায়িত্বে অবহেলার অভিযোগে শিবগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আল মামুনকে প্রত্যাহার করা হয়েছে।

বগুড়া জেলা পুলিশ সুপার (এসপি) জেদান আল মুসা স্বাক্ষরিত এক অফিস আদেশে এসআই আল মামুনকে শিবগঞ্জ থানা থেকে প্রত্যাহার করে বগুড়া পুলিশ লাইনে সংযুক্ত করা হয়।

বিষয়টি সোমবার (৬ অক্টোবর) বিকালে নিশ্চিত করেছেন শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীনুজ্জামান। তিনি বলেন, ঘটনার তদন্ত চলছে। তদন্তের স্বার্থে এসআই মামুনকে সাময়িকভাবে প্রত্যাহার করা হয়েছে। তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, গত ৪ অক্টোবর শিবগঞ্জ থানার একটি মামলায় আওয়ামী লীগ নেতা রিজ্জাকুল রহমান রাজুকে হাতকড়া পরিয়ে গ্রেফতারের সময় স্থানীয় লোকজন পুলিশের হাত থেকে তাকে ছিনিয়ে নেয়। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

পরদিন শিবগঞ্জ থানার এসআই আল মামুন বাদী হয়ে ২২০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও অনেককে আসামি করে মামলা দায়ের করেন। এ ঘটনায় এখন পর্যন্ত ২২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

ঘটনার পর থেকেই দায়িত্বে অবহেলা ও ঘটনাস্থলে উপস্থিত পুলিশ সদস্যদের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। এ প্রেক্ষিতে জেলা পুলিশের একটি বিশেষ টিম ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।

এএইচ