ঢাকা, বুধবার   ০৮ অক্টোবর ২০২৫,   আশ্বিন ২২ ১৪৩২

চট্টগ্রামে দুর্বৃত্তদের গুলিতে বিএনপি কর্মী নিহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৪৫ পিএম, ৭ অক্টোবর ২০২৫ মঙ্গলবার | আপডেট: ০৮:৫৩ পিএম, ৭ অক্টোবর ২০২৫ মঙ্গলবার

মোটরসাইকেলে এসে চট্টগ্রামের রাউজান উপজেলায় আবদুল হাকিম চৌধুরী নামে বিএনপির এক কর্মীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এসময় তার সঙ্গে গাড়িতে থাকা আরও এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন বলে জানা যায়।

মঙ্গলবার (৭ অক্টোবর) সন্ধ্যার দিকে রাউজানের মদুনাঘাট ব্রিজ সংলগ্ন হাটহাজারী এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেল পাঁচটার দিকে হাকিম তার গ্রামের খামারবাড়ি থেকে অপর একজনসহ ব্যক্তিগত গাড়িতে করে কাপ্তাই সড়ক হয়ে চট্টগ্রাম নগরের দিকে যাচ্ছিলেন। এ সময় তিনি চালকের পাশের আসনে বসা ছিলেন। মদুনাঘাট এলাকায় তার গাড়ি পৌঁছালে একদল অস্ত্রধারী মোটরসাইকেল আরোহী গাড়ির পিছু নেয়। আবদুল হাকিমের গাড়ি পানি শোধনাগার এলাকায় পৌঁছালে তাকে  লক্ষ্য করে গুলি করা হয়। এ সময় দু’জন গুলিবিদ্ধ হন। স্থানীয়রা গুলিবিদ্ধ দুজনকে উদ্ধার করে নগরের বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আবদুল হাকিমকে মৃত ঘোষণা করেন।

অতিরিক্ত চট্টগ্রাম জেলা পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) তারেক আজিজ গণমাধ্যমকে বলেন, নগরের একটি বেসরকারি হাসপাতালে নেয়ার পথে গুলিবিদ্ধ হয়ে আবদুল হাকিম নামের ওই ব্যক্তি মারা যান। তার লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। তিনি বলেন, একদল মোটরসাইকেল আরোহী দুর্বৃত্ত আবদুল হাকিমের গাড়ি লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি করেছে বলে তারা প্রাথমিকভাবে জানতে পেরেছেন।

নিহত আবদুল হাকিম রাউজানের বাগোয়ান ইউনিয়নের পাঁচখাইন গ্রামের বাসিন্দা। তিনি ২০২৪ সালে আওয়ামী লীগ সরকার পতনের পর রাউজানের বিএনপির রাজনীতিতে সক্রিয় হন। তিনি বিএনপির কেন্দ্রীয় কমিটির সাবেক ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর অনুসারী ছিলেন বলে জানা যায়। 

এমআর//