উখিয়ায় ইয়াবা গডফাদার মনির আটক
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৪:৩৩ পিএম, ৮ অক্টোবর ২০২৫ বুধবার

কক্সবাজারের উখিয়ায় বিশেষ অভিযানে শাহজাহান হত্যা মামলার প্রধান আসামি এবং টাস্কফোর্সের তালিকাভুক্ত কুখ্যাত ইয়াবা গডফাদার মনির হোসেন ওরফে মনিরকে (৩৮) আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)।
বুধবার (৮ অক্টোবর) দুপুরে বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন।
আটক মনির উখিয়ার পালংখালী ইউনিয়নের ধামনখালী গ্রামের জব্বর মুল্লুকের ছেলে।
শরীফুল ইসলাম জানান, মঙ্গলবার (৭ অক্টোবর) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির উখিয়া ব্যাটালিয়ন জানতে পারে যে ইয়াবা পাচারের অর্থ ভাগাভাগির উদ্দেশ্যে মনির হোসেন রহমতের বিল এলাকায় অবস্থান নেবেন। এ তথ্যের ভিত্তিতে ব্যাটালিয়নের একটি বিশেষ আভিযানিক দল বালুখালী ইউনিয়নের রহমতের বিল এলাকায় অভিযান চালায়। এ সময় বালুখালী বিওপির আরেকটি দলও কৌশলে সেখানে অবস্থান নেয়।
বিজিবির উপস্থিতি টের পেয়ে মনির পালানোর চেষ্টা করলে সদস্যরা ধাওয়া করে তাকে আটক করে। পরে তাকে ব্যাটালিয়ন সদরে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে মনির হোসেন স্বীকার করেছেন যে তিনি দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকায় ইয়াবা পাচার ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে একাধিক হত্যা ও মাদক মামলার ওয়ারেন্ট রয়েছে। তিনি উখিয়া থানার বহুল আলোচিত শাহজাহান হত্যা মামলারও প্রধান আসামি।
এছাড়া ২০২৪ সালের নভেম্বরে দায়ের হওয়া ৯ হাজার ৬০০ পিস ইয়াবা উদ্ধার মামলায় তিনি জামিনে থেকে পলাতক ছিলেন।
বিজিবি জানিয়েছে, আটক মনিরকে আইনানুগ ব্যবস্থা নিতে উখিয়া থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন বলেন, ‘বিজিবির হাতে বহু ইয়াবা পাচারকারী ধরা পড়েছে, তবে তারা সাধারণত বহনকারী বা মাঠ পর্যায়ের সদস্য। মনির হোসেনের মতো গডফাদাররা পর্দার আড়ালে থেকে পুরো নেটওয়ার্ক পরিচালনা করে আসছে। আমরা এ ধরনের গডফাদারদের চিহ্নিত করছি এবং তাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।’
এসএস//