চট্টগ্রামে মোটরসাইকেল দুর্ঘটনায় বিশ্ববিদ্যালয়ের ২ শিক্ষার্থী নিহত
চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত : ০১:০৪ পিএম, ৯ অক্টোবর ২০২৫ বৃহস্পতিবার

চট্টগ্রামের হালিশহরে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী নিহত হয়েছেন।
বুধবার রাতে রিং রোডে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন শাহরিয়ার আজিজ অনিক ও মোঃ সোহান।
অনিক আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (CSE) বিভাগের ৫২তম ব্যাচের শিক্ষার্থী। তার বাড়ী নোয়াখালী ও সোহানের বাসা আগ্রাবাদ ব্যাংক কলোনি।
পুলিশ জানায়, মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পড়ে গেলে একটি পণ্যবাহী ট্রাকের নিচে চাপা পড়ে। ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেছে চিকিৎসক দুইজনকেই মৃত ঘোষণা করেন।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের হালিশহর থানার ওসি জানান, নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এএইচ