ঢাকা, বৃহস্পতিবার   ০৯ অক্টোবর ২০২৫,   আশ্বিন ২৪ ১৪৩২

নওগাঁর সাবেক এমপি ওমর ফারুক সুমন ঢাকায় গ্রেপ্তার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০১:৩৬ পিএম, ৯ অক্টোবর ২০২৫ বৃহস্পতিবার

নওগাঁ-৬ আসনের সাবেক এমপি মো. ওমর ফারুক সুমনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। 

বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

তিনি বলেন, নওগাঁ-৬ আসনের সাবেক এমপি মো. ওমর ফারুক সুমনকে গ্রেপ্তার করা হয়েছে। বিস্তারিত তথ্য পরে জানানো হবে।

ডিএমপির পাঠানো বার্তায় জানানো হয়, সাবেক এমপি মো. ওমর ফারুক সুমনসহ আরো ৫ জনকে গ্রেপ্তার করেছে ডিবি। গ্রেপ্তার সবাই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী।

এএইচ