ঢাকা, শনিবার   ১১ অক্টোবর ২০২৫,   আশ্বিন ২৫ ১৪৩২

শান্তিতে নোবেল পেলেন ভেনেজুয়েলার মারিয়া কোরিনা মাচাদো

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৪:১৩ পিএম, ১০ অক্টোবর ২০২৫ শুক্রবার | আপডেট: ০৪:১৪ পিএম, ১০ অক্টোবর ২০২৫ শুক্রবার

ভেনেজুয়েলার জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় নিরলস প্রচেষ্টার জন্য চলতি বছর শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন মারিয়া কোরিনা মাচাদো। শুক্রবার (১০ অক্টোবর) বাংলাদেশ সময় দুপুর ৩টায় শান্তিতে নোবেল বিজয়ীর নাম ঘোষণা করা হয়।

মাচাদোর নোবেল প্রাপ্তি নিয়ে এক বিবৃতিতে নোবেল কমিটি বলেছে, ‘২০২৫ সালের শান্তি পুরস্কার যাচ্ছে এক সাহসী ও নিবেদিতপ্রাণ শান্তির নেত্রীর কাছে। তিনি এমন এক নারী, যিনি ক্রমবর্ধমান অন্ধকারের মধ্যেও গণতন্ত্রের শিখা জ্বালিয়ে রেখেছেন।’

কমিটি আরও বলেছে, ‘ভেনেজুয়েলার ডেমোক্র্যাটিক ফোর্সেসের নেতা হিসেবে মারিয়া কোরিনা মাচাদো লাতিন আমেরিকার নাগরিক সাহসিকতার অন্যতম অসাধারণ উদাহরণ।

প্রকৌশলী থেকে রাজনীতিক বনে যাওয়া ৫৭ বছর বয়সী মাচাদো দীর্ঘদিন ধরে ভেনিজুয়েলায় মানবাধিকার, মতপ্রকাশের স্বাধীনতা ও নির্বাচনী স্বচ্ছতার দাবিতে আন্দোলন করে আসছেন। তিনি প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো সরকারের কড়া সমালোচক এবং গণতন্ত্রপন্থী আন্দোলনের অন্যতম মুখপাত্র হিসেবে পরিচিত।

উল্লেখ্য, ২০২৪ সালে নোবেল শান্তি পুরস্কার পেয়েছিল জাপানের অ্যান্টি-নিউক্লিয়ার সংগঠন নিহন হিদানকিয়ো, যা হিরোশিমা ও নাগাসাকির পরমাণু বোমা হামলার বেঁচে থাকা ব্যক্তিদের এক তৃণমূল আন্দোলন।

এমআর//