ইসরায়েল থেকে মুক্ত হয়ে তুরস্কের পথে শহিদুল আলম
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৫:৫৪ পিএম, ১০ অক্টোবর ২০২৫ শুক্রবার | আপডেট: ০৫:৫৭ পিএম, ১০ অক্টোবর ২০২৫ শুক্রবার

ইসরায়েলের কারাগার থেকে মুক্ত হয়ে আলোকচিত্রী ও মানবাধিকার কর্মী শহিদুল আলম তুরস্কের পথে রয়েছেন। শুক্রবার(১০ অক্টোবার) বিকেলে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।
তুরস্কের সংশ্লিষ্ট সূত্রের বরাতে প্রেস উইং জানায়, শুক্রবার বিকেলে ইসরায়েল থেকে একটি ফ্লাইট যাত্রা শুরু করেছে। এই ফ্লাইটে আলোকচিত্রী ও মানবাধিকারকর্মী শহিদুল আলম আছেন। টিকে-৬৯২১ ফ্লাইটটি স্থানীয় সময় দুপুর আড়াইটার দিকে ইস্তাম্বুলে অবতরণ করবে বলে আশা করা হচ্ছে।
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস শহিদুল আলমের মুক্তি ও ইসরায়েল থেকে তাকে দেশে ফেরাতে সহযোগিতার জন্য তুরস্কের প্রেসিডেন্ট রেজেপ তায়িপ এরদোয়ানকে ধন্যবাদ জানিয়েছেন।
এমআর//