ঢাকা, শনিবার   ১১ অক্টোবর ২০২৫,   আশ্বিন ২৬ ১৪৩২

বরিশাল বিশ্ববিদ্যালয়ের ইতিহাস সংসদে নবনির্বাচিত ভিপি ইমন

ববি প্রতিনিধি 

প্রকাশিত : ১১:৪০ এএম, ১১ অক্টোবর ২০২৫ শনিবার

বরিশাল বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের সহশিক্ষা সংগঠন ‘ইতিহাস সংসদ’র ২০২৫ সালের নতুন নেতৃত্ব ঘোষণা করা হয়েছে। সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন বিভাগের স্নাতকোত্তরের শিক্ষার্থী তানজিদ শাহ জালাল ইমন। 

বৃহস্পতিবার (৯ অক্টোবর) নির্বাচন কমিশনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই ফলাফল ঘোষণা করা হয়।

নির্বাচনের তফসিল অনুযায়ী, খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়েছিল ২২ সেপ্টেম্বর ২০২৫ এবং চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়েছিল ২৪ সেপ্টেম্বর ২০২৫। মনোনয়নপত্র বিতরণ হয়েছিল ৫-৬ অক্টোবর, আর গ্রহণের শেষ সময় ছিল ৭ অক্টোবর। মনোনয়নপত্র বাছাই ও প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয় ৮ অক্টোবর, এবং চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয় ৯ অক্টোবর ২০২৫। 

কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় মনোনয়নপ্রাপ্ত প্রার্থীদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়েছে।

নির্বাচন কমিশনের দায়িত্বে ছিলেন প্রধান নির্বাচন কমিশনার ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক সুরাইয়া আক্তার এবং নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন বিভাগের সহকারী অধ্যাপক মো. ইলিয়াস হোসেন ও মো. কবির হাসান।

ঘোষিত ফলাফলে অন্যান্য পদে দায়িত্বপ্রাপ্তরা হলেন—প্রচার ও দপ্তর সম্পাদক সাহেদুল ইসলাম, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক উম্মিয়া আক্তার, ক্রীড়া বিষয়ক সম্পাদক জহির উদ্দীন মোহাম্মদ বাবর, সদস্য রাফিউ রহমান, মাফুজুর রহমান কাওসার , তৈয়েবুর রহমান। সংরক্ষিত কার্যনির্বাহী সদস্য: তামান্না তাসমিয়া ও ফারহানা কবির বর্ণালী। 

নতুন নেতৃত্বের মাধ্যমে ইতিহাস সংসদ আগামীতে শিক্ষার্থীদের একাডেমিক, সাংস্কৃতিক ও সামাজিক কার্যক্রমে আরও সক্রিয় ভূমিকা রাখবে বলে আশা করছে কর্তৃপক্ষ।

এএইচ