আপাতত যুদ্ধ বন্ধের সিদ্ধান্তে আফগানিস্তান
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৯:০৮ পিএম, ১২ অক্টোবর ২০২৫ রবিবার

গত বৃহস্পতিবার (৯ অক্টোবর) থেকে আফগানিস্থান এবং পাকিস্থানের মধ্যে সীমান্তে চলমান উত্তেজনায় আপাতত যুদ্ধ বন্ধের সিদ্ধান্ত নিয়েছে আফগানিস্থান। রোববার (১২ অক্টোবর) নয়াদিল্লিতে এক সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকী।
মুত্তাকি বলেন, আমাদের বন্ধু রাষ্ট্রগুলো -যার মধ্যে কাতার, সৌদি আরব রয়েছে- অনুরোধ করে বলেছে, এই সমস্যার একটা সমাধান দরকার। সেজন্য আমরা আমাদের দিক থেকে আপাতত অভিযান বন্ধ রেখেছি।
তিনি আরো বলেন,পাকিস্তানের অধিকাংশ মানুষ শান্তিপ্রত্যাশী। তারা আফগানিস্তানের সাথে সুসম্পর্ক চায়। সেজন্য পাকিস্তানি সাধারণ মানুষের সাথে আমাদের কোনো বিরোধ নেই।
আফগান পররাষ্ট্রমন্ত্রী বলেন, যখন আমাদের অভ্যন্তরীণ বিষয়ে কেউ হস্তক্ষেপের চেষ্টা করে, তখন আমাদের সাধারণ মানুষ, দায়িত্বশীল ব্যক্তিত্ব, আলেম-উলামা এবং অন্যান্য ধর্ম প্রধানসহ সবাই দেশের স্বার্থে যুদ্ধ করার জন্য প্রস্তুত থাকে।
তিনি আরো বলেন, পাকিস্তান যদি শান্তি ও সুসম্পর্ক না চায়, তাহলে আফগানিস্তান অন্যান্য বিকল্পই গ্রহণ করবে।
উল্লেখ্য, বৃহস্পতিবার রাতে আফগানিস্তানের রাজধানী কাবুলে হামলা করে পাকিস্তানি বিমানবাহিনী। এর প্রতিক্রিয়ায় পাল্টা সীমান্ত হামলা চালায় আফগানিস্তান। এই সঙ্ঘর্ষ শুরু হওয়ার পর পাকিস্তান-আফগানিস্তান বর্ডার খুলে দেয়া হয়েছে।
এমআর//