ঢাকা, মঙ্গলবার   ১৪ অক্টোবর ২০২৫,   আশ্বিন ২৮ ১৪৩২

ডাবল বিসিএস ক্যাডার "শিক্ষকের" উপর হামলার অভিযোগ

চট্টগ্রাম কলেজের শিক্ষক লাঞ্ছিত

Online Desk

প্রকাশিত : ০৯:৪৬ পিএম, ১৩ অক্টোবর ২০২৫ সোমবার | আপডেট: ০৯:৫২ পিএম, ১৩ অক্টোবর ২০২৫ সোমবার

চট্টগ্রাম কলেজে শিক্ষক হেনস্তার অভিযোগ

চট্টগ্রাম কলেজে শিক্ষক হেনস্তার অভিযোগ

গতকাল ১২ অক্টোবর ২০২৫ রবিবার চট্টগ্রাম কলেজ ক্যাম্পাসে উক্ত কলেজের গণিত বিভাগের প্রভাষক জনাব তপেস কান্তি দেব -এর উপর হামলা হয়েছে। তাকে শারীরিক ভাবে লাঞ্ছিত করা হয়েছে বলেও জানা যায়।

ভুক্তভুগী তপেশ কান্তি দেব ৪০তম বিসিএস এর মাধ্যমে সাধারণ শিক্ষা ক্যাডেরে যোগদান করেছেন। সম্প্রতি তিনি সন্দ্বীপ এবি কলেজ থেকে বদলি হয়ে চট্টগ্রাম সরকারি কলেজে গণিত বিভাগের প্রভাষক হিসেবে যোগদান করেন। যোগদানের পর তিনি গতকাল অফিস করতে আসলে তাকে লাঞ্ছিত করার ঘটনা ঘটে। উক্ত কলেজের নাম প্রকাশে অনিচ্ছুক একজন শিক্ষক জানান এখানে একটা পক্ষ রাজনৈতিক ভাবে তপেশ দেবকে হেনস্তা করার চেষ্টা করেছে। এখানে কিছু বহিরাগত থাকার ব্যাপারেও অভিযোগ পাওয়া গিয়েছে। তবে কারা হামলা করেছে সেই ব্যাপারে বিস্তারিত জানা যায়নি। 
ভুক্তভুগী শিক্ষক নরাপত্তাহীনতা বোধ করায় বর্তমানে কলেজে যেতে পারছেন না বলে জানা গিয়েছে। 
এদিকে এই ঘটনায় ৪০তম বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার অ্যাসোশিয়েশন প্রেস বিজ্ঞপ্তি দিয়ে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। আজ উক্ত অ্যাসোশিয়েশনের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারন সম্পাদক জাহিদ আল আসাদ সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় তারা এমন হামলার তীব্র নিন্দা জানাচ্ছেন। একইসাথে কলেজের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানায় সংগঠনটি। 
উল্লেখ্য তপেস কান্তি দেব ৪১ তম বিসিএস থেকে বিসিএস পরিবার পরিকল্পনা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হলেও শিক্ষকতা পেশাকে ভালোবেসে বিসিএস শিক্ষা ক্যাডার ছেড়ে যান নি।