ঢাকা, মঙ্গলবার   ১৪ অক্টোবর ২০২৫,   আশ্বিন ২৯ ১৪৩২

যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন জামায়াতের আমীর

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৫২ পিএম, ১৪ অক্টোবর ২০২৫ মঙ্গলবার

যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন জামায়াতের আমীর ডা. শফিকুর রহমান। ঢাকা থেকে রওনা হয়ে সৌদি আরবে পবিত্র ওমরাহ পালন করে তিনি যুক্তরাষ্ট্র পৌঁছাবেন। 

দলীয় সূত্রে জানা গেছে, আগামী ১৮ অক্টোবর রাতে তিনি সৌদি আরবের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন। সেখানে পবিত্র ওমরাহ পালন করে ২২ অক্টোবর জামায়াত আমীর যুক্তরাষ্ট্র যাবেন। 

ব্যক্তিগত সহকারী ছাড়া দলের আর কেউ তার সফরসঙ্গী হচ্ছেন না বলে দলীয় সূত্র জানিয়েছে। 

জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও দলের মিডিয়া বিভাগের প্রধান এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের গণমাধ্যমকে জানান, দলের আমীর সৌদি আরব হয়ে যুক্তরাষ্ট্র যাচ্ছেন। ১৮ থেকে ৩১ অক্টোবর তার সফরটি হবে। ১ নভেম্বর তার দেশে ফেরার সূচি রয়েছে। 

জামায়াত আমীর নিউইয়র্ক এবং মিশিগানে কর্মসূচিতে অংশ নেবেন। এসব কর্মসূচি বিভিন্ন সংগঠনের নামে আয়োজন করা হচ্ছে। জামায়াতের ব্যানারে কোনো কর্মসূচি নেই। 

এর আগে আলোচনা ছিল জামায়াত আমীর একটি প্রতিনিধিদল নিয়ে কানাডা সফরে যাচ্ছেন। আগামী ২৫ থেকে ৩১ অক্টোবর বা কাছাকাছি সময়ে তিনি এ সফর করবেন বলে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে তথ্য প্রকাশ করা হয়। দলীয় সূত্র জানিয়েছে, জামায়াত আমীরের কানাডা সফরটি আপাতত হচ্ছে না। তার আগেই তিনি যুক্তরাষ্ট্র যাচ্ছেন। 

এর আগে চীন,  যুক্তরাজ্যসহ ইউরোপীয় ইউনিয়নভুক্ত বেশ কয়েকটি দেশ সফর করেন জামায়াত আমীর।

এএইচ