ঢাকা, বৃহস্পতিবার   ১৬ অক্টোবর ২০২৫,   আশ্বিন ৩০ ১৪৩২

পুলিশের দুই ঊর্ধ্বতন কর্মকর্তাকে দুদকে বদলি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৩:১৬ পিএম, ১৫ অক্টোবর ২০২৫ বুধবার

বাংলাদেশ পুলিশের দুজন ঊর্ধ্বতন কর্মকতাকে দুদকে বদলি করেছে সরকার। তাদের দুর্নীতি দমন কমিশনের (দুদক) পরিচালক করা হয়েছে।

মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ শাখার এক প্রজ্ঞাপনে তাদের দুদকে পাঠানো হয়। প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আবুল হায়াত মো. রফিক।

ওই দুই কর্মকর্তা হচ্ছেন—পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার (সুপারনিউমারি পুলিশ সুপার) মো. আবু ইউসুফ এবং একই পদের মো. জাহিদুর রহমান।

তাদেরকে মন্ত্রিপরিষদ বিভাগে ন্যস্ত করে দুদকের পরিচালক পদে বদলি করা হয়েছে।

আদেশটি অবিলম্বে কার্যকর করার নির্দেশনা দেওয়া হয়েছে প্রজ্ঞাপনে।

এএইচ