ঢাকা, বৃহস্পতিবার   ১৬ অক্টোবর ২০২৫,   কার্তিক ১ ১৪৩২

শ্বশুরবাড়ি যাওয়ার পথে ট্রাকচাপায় জাবি শিক্ষার্থী নিহত

মেহেরপুর প্রতিনিধি

প্রকাশিত : ০৪:৫৭ পিএম, ১৫ অক্টোবর ২০২৫ বুধবার | আপডেট: ০৫:০৪ পিএম, ১৫ অক্টোবর ২০২৫ বুধবার

মেহেরপুরে ট্রাকের চাপায় বিশ্ববিদ্যালয় পড়ুয়া এক ছাত্রী নিহত হয়েছেন। মোটরসাইকেলে চেপে স্বামীর সাথে মেহেরপুর শহর থেকে শ্বশুরবাড়ি যাচ্ছিলেন তিনি।

বুধবার সকাল  ১০টার দিকে মেহেরপুর সদর উপজেলার ফতেপুর গ্রামে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে তিনি মৃত্যুবরণ করেন। মেহেরপুর সদর থানা পুলিশ লাশ উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

নিহত ওই ছাত্রীর ফারহানা ওয়াহেদা অমি (২৫)। তিনি মেহেরপুর শহরের কাঁশারী বাজারের আব্দুল ওয়াহেদের কন্যা। 

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, ফারহানা ওয়াহেদা অমি জাহাঙ্গিরনগর বিশ্বদ্যিালয়ে ইংরেজি বিভাগের সম্মান শেষ বর্ষের ছাত্রী ছিলেন। কয়েক মাস আগে মেহেরপুর সদর উপজেলার রামদাসপুর গ্রামের স্কুল শিক্ষক রাহিনুল ইসলামের সাথে তার বিয়ে হয়। বুধবার সকালে মোটরসাইকেলে চেপে তার স্বামীর সাথে মেহেরপুর শহর থেকে শ্বশুরবাড়ি রামদাসপুর যাচ্ছিলেন। 

ভৈরব নদের উপর উজলপুর-ফতেপুর ব্রীজ পার হয়ে সামনের একটি চলন্ত ট্রাককে ওভারটেক করতে গিয়ে মোটরসাইকেলের চাকা পিছলে যায়। এসময় দুজনে পড়ে গেলেও অমি চলে যায় ট্রাকের চাকার নিচে। চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। 

স্থানীয়রা ট্রাকটি (ঢাকা মেট্রো ট-১৮-৪১৭৫) জব্দ করে পুলিশ হেফাজতে দিয়েছেন। তবে ট্রাকের চালক ও তার সহযোগি পলাতক।   

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দীন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করে মর্গে নেয়া হয়েছে। অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এএইচ