ঢাকা, বৃহস্পতিবার   ১৬ অক্টোবর ২০২৫,   আশ্বিন ৩০ ১৪৩২

বায়োস্কোপ স্টার অ্যাওয়ার্ড পেলেন একুশে টিভির শফিকুল ইসলাম

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৬:৩০ পিএম, ১৫ অক্টোবর ২০২৫ বুধবার

সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য বায়োস্কোপ স্টার অ্যাওয়ার্ড -২০২৫ পেয়েছেন একুশে টেলিভিশনের রিপোর্টার শফিকুল ইসলাম। মঙ্গলবার (১৪ অক্টোবর) রাজধানীর জাতীয় যাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে এক জমকালো আয়োজনের মধ্য দিয়ে তাকে এই সম্মাননা দেওয়া হয়। 

এসময় বায়োস্কোপ সাংস্কৃতিক ফাউন্ডেশনের পক্ষ থেকে পুরস্কার তুলে দেন তথ্য মন্ত্রণালয়ের সাবেক সচিব ও বিটিআরসির চেয়ারম্যান সৈয়দ মারগুব মোর্শেদ।

পুরস্কার পাওয়ার অনুভুতি ব্যক্ত করে শফিকুল ইসলাম বলেন, দেশ ও জাতির কল্যানের লক্ষ্যে সাংবাদিকতা পেশায় এসেছি। আজকের এই সম্মাননা আগামী দিনের অনুপ্রেরণা যোগাবে। অপসংস্কৃতি রোধে দেশীয় সংস্কৃতি চর্চায় যেমন গুরুত্ব দিতে হবে,তেমনি তা প্রচারে ভূমিকা রাখতে হবে  মূলধারার গণমাধ্যমকে। 

এসময়ে অভিনেত্রী দিলারা জামান, আ খ ম হাসান  ও শামীম জামান, নাট্য নির্মাতা রাজীব মনি দাস,বায়োস্কোপ সাংস্কৃতিক ফাউন্ডেশনের উপদেষ্টা মো.মোশাররফ হোসেন, সাধারণ সম্পাদক শফিক উদ্দিন অপুসহ সাংস্কৃতিক ও সামাজিক অঙ্গনের বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।

এমআর//