একজনও পাস করেনি ২০২ শিক্ষা প্রতিষ্ঠানে
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১১:১৩ এএম, ১৬ অক্টোবর ২০২৫ বৃহস্পতিবার | আপডেট: ১১:১৪ এএম, ১৬ অক্টোবর ২০২৫ বৃহস্পতিবার

২০২৫ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষায় দেশের ২০২টি শিক্ষা প্রতিষ্ঠানের সবাই ফেল করেছে।
আজ বৃহস্পতিবার ঢাকার মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবির এইচএসসি পরীক্ষার ফলাফল সংক্রান্ত তথ্য জানান।
তিনি বলেন, ২০২৪ সালে যেখানে ৬৫টি শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ শিক্ষার্থী ফেল করেছিল, ২০২৫ সালে সেই সংখ্যা বাড়ে ২০২টিতে পৌঁছেছে।
এছাড়াও তিনি জানান, দেশের ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৫৮.৮৩ শতাংশ।
এএইচ