রাজধানীতে কাব্যকুহুকের কবিতা ও সুরের অনিন্দ্য আয়োজন
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৫:২১ পিএম, ১৯ অক্টোবর ২০২৫ রবিবার

আবৃত্তি সংগঠন কাব্যকুহুক ও কাব্যকুহুক পারফর্মারস ক্লাব-এর উদ্যোগে অনুষ্ঠিত হলো মনোমুগ্ধকর বৈঠকী অনুষ্ঠান “কার্তিকের গোধূলি-আলোয়”। শনিবার (১৮ অক্টোবর) রাজধানীর সাত মসজিদ রোড শাখায় কাব্যকুহুকের এই বৈঠকী অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
শরৎ ও হেমন্তের সন্ধিক্ষণে কবিতা, গান ও আবৃত্তির মেলবন্ধনে সাজানো এই আয়োজনে অংশ নেয় শিশু, নবীন ও প্রবীণ শিল্পীরা। এছাড়াও ঐদিন মরমি সাধক ফকির লালন শাহের ১৩৫তম তিরোধান দিবস উপলক্ষে তাঁর ভাবধারায় অনুপ্রাণিত গানও পরিবেশন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি জাকির আবু জাফর। অনুষ্ঠানের একপর্যায়ে অতিথিদের আপ্যায়নে পরিবেশন করা হয় ঐতিহ্যবাহী চিঁড়া-মুড়ি, যা নবান্নের আবহ সৃষ্টি করে।
কাব্যকুহুকের পরিচালক ফারহানা তৃনা বলেন,‘আমরা চাই শিশুরা কবিতা ও আবৃত্তির মাধ্যমে বাংলা ভাষা ও সংস্কৃতির প্রতি ভালোবাসা গড়ে তুলুক—‘কার্তিকের গোধূলি-আলোয়’ছিল সেই প্রচেষ্টারই এক মধুর অধ্যায়।’
এমআর//