অলৌকিক টিউবওয়েল: ১৭ বছর ধরে অনবরত বের হচ্ছে পানি
কুমিল্লা প্রতিনিধি
প্রকাশিত : ০৩:৫২ পিএম, ২০ অক্টোবর ২০২৫ সোমবার

কুমিল্লায় ১৭ বছর ধরে টিউবওয়েলের মুখ দিয়ে বের হচ্ছে পানি। হাতল চাপতে হয়না, নেই কোন বৈদ্যুতিক মোটরের সংযোগও। একে অলৌকিক ঘটনা বলছেন স্থানীয়রা।
এমন দৃশ্য দেখতে প্রতিদিন আসছে নারী-পুরুষ, বিভিন্ন বয়সের উৎসুক মানুষ। অনেকে মানত করে খাচ্ছেন এই পানি। কেউ আবার বোতলে করে নিয়েও যাচ্ছেন।
কুমিল্লার ভারত সীমান্তবর্তী একটি ছোট গ্রাম ভাবেরমুড়া। এখানে শত বছরের পুরানো পাক দরবার শরীফ মাজার। কিন্তু এই গ্রামটিকে এখন বিশেষ করে আলোচনায় তুলেছে অলৌকিক এ নলকূপটি। যার কারণে আশেপাশের গ্রামসহ বিভিন্ন এলাকা থেকে ছুটে আসেন মানুষ।
দুই যুগ আগেও এ গ্রামের মানুষ পানির সংকটে ভুগছিলেন। নলকূপ স্থাপন করা হল, কিন্তু আশ্চর্য হলো চাপ ছাড়াই সারাদিন রাত অবিরত পানি ঝরতে শুরু করে। কেউ বিশ্বাস করেন এটা অলৌকিক, কেউ মনে করেন এটি আল্লাহ রহমত।
এই নলকূপের পানি শুধু গ্রামের মানুষদেরই নয় আশেপাশের পাঁচ-ছয়টি গ্রামের মানুষও পানির সংকট থেকে মুক্তি পেয়েছেন। সীমান্ত পেরিয়ে ভারতের ত্রিপুরা থেকেও লোকজন আসে পানি সংগ্রহ করতে। এখানে কেউ ওযুর জন্য, কেউ খাবার পানির জন্য, আবার কেউ বিশ্বাসের টানে পানি পান করছেন।
এই নলকূপের পানি খালের মাধ্যমে কৃষি জমিতে পৌঁছে যাচ্ছে। খরা মৌসুমেও অন্যান্য এলাকায় যখন মানুষ পানির জন্য হাহাকার করেন, তখন ভাবেরমুড়ার কৃষকরা নিশ্চিতভাবে ফসল সেচ দিচ্ছেন। এটি কেবল পানির উৎস নয়, এটি গ্রামবাসীর জীবনধারার অবিচ্ছেদ্য অংশ।
ভবেরমুড়া পাক দরবার শরিফে আসা ভক্তদের বিশ্বাস, এই পানি আরোগ্য দান করে। তাই প্রতিদিন মানুষ আসে কেউ প্রার্থনা করতে, কেউ অলৌকিক দৃশ্য দেখতে। স্থানীয়রা বলেন, এটি আল্লাহর বিশেষ প্রদত্ত আশীর্বাদ।
ভাবেরমুড়ার এই নলকূপ এখন শুধুই পানি নয়, মানুষের বিশ্বাস, ভক্তি এবং জীবনের গল্পের প্রতীক।
এএইচ