সাভারে ‘সন্ত্রাসী’ জাকির বাহিনীর হামলায় নিহত ১, আহত ৮
সাভার প্রতিনিধি
প্রকাশিত : ০৩:০৪ পিএম, ২৩ অক্টোবর ২০২৫ বৃহস্পতিবার

সাভারে পূর্ব শত্রুতার জেরে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে ‘সন্ত্রাসী’ জাকির বাহিনীর বিরুদ্ধে। এ সময় আহত হয়েছে কমপক্ষে ৮ জন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।
বুধবার (২২ অক্টোবর) রাত ১০টার দিকে উপজেলার বনগাঁও ইউনিয়নের বেড়াইদ এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, রাতে পূর্ব শত্রুতার জের ধরে স্থানীয় জাকির হোসেন ও বাবুলের মধ্যে বাকবিতণ্ডতার ঘটনা ঘটে। এক পর্যায়ে জাকিরের লোকজন বাবুলের চাচাতো ভাই আবু সাঈদসহ অন্যান্য লোকজন রাতে বাড়ি ফেরার পথে বেরাইদ এলাকার সড়কে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করে। এ সময় স্থানীয় গ্রামবাসিরা এগিয়ে এলে তারা পালিয়ে যায়।
পরে স্থানীয়রা আহতদের দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আবু সাঈদকে মৃত ঘোষণা করেন। অন্যান্য আহতদের চিকিৎসা দেওয়া হয়।
আহতরা হলেন- জাবেদ, হিরু, সলিমুল্লাহ, বাবুল, আলিফ, আরাফাত ও নজুমুদ্দিন।
জানা যায়, এই জাকির ৫ আগষ্টের আগে আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত থাকলেও পরবর্তীতে সাভার থানা বিএনপির সভাপতি সাইফউদ্দিন সাইফের সংস্পর্শে এসে বিএনপির ডেরায় ভীড়ে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করছে। সন্ত্রাসী কার্যক্রম, মাদক কারবারি, চাদাঁবাজি ও জমি দখলসহ দিন দিন ওই এলাকায় অপরাধ রাজ্যের গডফাদার বনে এই সংঘবদ্ধ চক্রটি।
তবে ঘটনার পর থেকেই জাকিরসহ তার গ্রুপের সকলেই পলাতক থাকায় তাদের এ ব্যাপারে কোন মন্তব্য পাওয়া যায়নি। এ ব্যাপারে সাইফউদ্দিন সাইফুলকে একাধিকবার ফোন দিয়েও পাওয়া যায়নি।
এ ঘটনার পর এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন ও লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
এ ব্যাপারে সাভার মডেল থানার পরিদর্শক (ওসি) জুয়েল মিঞা বলেন, দ্রুতই আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এরপরই দোষীদের বিরুদ্ধে অভিযান চলবে।
এএইচ