সুনামগঞ্জসহ তিন জেলায় সড়ক দূর্ঘটনায় নিহত ৭
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১২:৩২ পিএম, ২৪ অক্টোবর ২০২৫ শুক্রবার
সুনামগঞ্জের পর্যটনকেন্দ্র টাঙ্গুয়ার হাওরে ঘুরতে এসে বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে মা-মেয়ে নিহত হয়েছেন। এছাড়াও নরসিংদী ও ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় সড়ক দূর্ঘটনায় আরও ৫ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
শুক্রবার (২৪ অক্টোবর) ভোর সাড়ে ৫টার দিকে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পাগলা বাজার সংলগ্ন ইনাতনগর গ্রামের পাশে (শত্রুমর্দন বাঘেরকোনা গ্রামের সামনে) এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে ঘুরার উদ্দেশ্যে ঢাকা থেকে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন লিমিটেডের ১১ উচ্চপদস্থ কর্মকর্তা স্বপরিবারে একটি বাসে করে আসেন। বাসটি দুর্ঘটনা স্থলে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। খাদে উল্টে পড়া বাস চাপায় ঘটনাস্থলেই মনজুরা আক্তার ও তার মেয়ে আয়েশা সিদ্দিকা মারা যান। এ ঘটনায় বাসে থাকা অন্তত ১০ যাত্রী আহত হয়েছেন।
জয়কলস হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
এদিকে ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ট্রাকের ধাক্কায় বাসের দুজন নিহত এবং পাঁচজন আহত হয়েছেন। শুক্রবার (২৪ অক্টোবর) ভোররাতে ভাঙ্গা-ঢাকা হাইওয়ে এক্সপ্রেসওয়ের তারাইল বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মাগুরা জেলার শালিকি থানার মতিয়ার রহমানের পুত্র মিজানুর রহমান সাকিব(২৪) ও অপরজন পাবনা জেলার বেড়া থানার জুয়েল রানার সহধর্মিণী ফারজানা ইয়াসমিন(৩০)।
শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহির উদ্দিন জানান, ঢাকা থেকে ভাঙ্গাগামী “যমুনা লাইন” পরিবহনের একটি বাস তারাইল বাসস্ট্যান্ডে যাত্রী নামাচ্ছিল। এ সময় পিছন দিক থেকে দ্রুতগতির একটি ট্রাক বাসটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই এক নারী ও এক পুরুষ নিহত হন এবং পাঁচজন যাত্রী আহত হন।
নরসিংদীতে বাসের ধাক্কায় ইজিবাইকের চালকসহ ৩ জন নিহত হওয়ার খবর জানা গেছে। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে ঢাকা–সিলেট মহাসড়কের মাধবদীর রাইনাদী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—নরসিংদী সদর উপজেলার নুরালাপুর ইউনিয়নের রাইনাদী গ্রামের আজিজুল ইসলামের ছেলে সিয়াম মিয়া (২২), আলতাফ হোসেনের ছেলে সাব্বির হোসেন (২৮) এবং ইজিবাইকের চালক রবিউল ইসলামের ছেলে ফাহিম মিয়া (৩০)।
স্থানীয়রা জানান, ঢাকা–সিলেট মহাসড়ক পার হওয়ার সময় ঢাকা থেকে সিলেটগামী একটি দ্রুতগতির বাস ইজিবাইকটিকে চাপা দেয়। এতে দুজন ঘটনাস্থলেই মারা যান এবং গুরুতর আহত অবস্থায় ঢাকায় নেওয়ার পথে মারা যান আরও একজন।
ইটাখোলা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
এমআর//
