ঢাকা, রবিবার   ২৬ অক্টোবর ২০২৫,   কার্তিক ১০ ১৪৩২

মায়ের মরদেহ দেখার সুযোগ না পেয়ে দু’পক্ষে সংঘর্ষ, নিহত ১

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত : ০৩:১১ পিএম, ২৫ অক্টোবর ২০২৫ শনিবার

ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার বিরামপুর গ্রামে মৃত মায়ের মরদেহ দেখার সুযোগ না দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নাসির উদ্দিন (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত ২০ জন। 

এই হৃদয়বিদারক ঘটনাকে ঘিরে একই পরিবারের সদস্যরা দুটি ভাগে বিভক্ত হয়ে পড়ে, যা পরবর্তীতে পুরো গ্রামজুড়ে ছড়িয়ে পড়ে সংঘর্ষে।

সংঘর্ষ চলাকালে চারটি বাড়িতে অগ্নিসংযোগ, ভাঙচুর ও লুটপাটের ঘটনাও ঘটে।

স্থানীয়রা জানান, শুক্রবার বিরামপুর গ্রামের মৃত হাসিম মিয়ার স্ত্রী মারা যান। তাঁর ৬ ছেলে ও ২ মেয়ে। মায়ের মৃত্যুর খবর পেয়ে কুমিল্লা থেকে ছোট ছেলে বাড়ি ফেরার আগেই বড় ভাইয়েরা মায়ের মরদেহ দাফন করেন। এই ঘটনাকে কেন্দ্র করে পরিবারের সদস্যরা দুটি ভাগে বিভক্ত হয়ে পড়ে। 

পরে গ্রামের প্রভাবশালী দুই পক্ষ—সাচ্চু ও হারুন চেয়ারম্যানের অনুসারীরা এই বিরোধে জড়িয়ে পড়ে ব্যাপক সংঘর্ষে। সংঘর্ষের সময় কিছু ব্যক্তি পালিত গবাদিপশুও নিয়ে যেতে দেখা যায়। 

খবর পেয়ে পুলিশ ও সেনা সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। 

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আজহারুল ইসলাম বলেন, “এ ধরনের ঘটনা সামাজিক ও পারিবারিক মূল্যবোধের অবক্ষয়েরই ফল। পারিবারিক বন্ধন ও পারস্পরিক শ্রদ্ধাবোধ হারিয়ে যাওয়ায় সমাজে এমন দুঃখজনক ঘটনা ঘটছে।”

এএইচ