ঢাকা, রবিবার   ২৬ অক্টোবর ২০২৫,   কার্তিক ১১ ১৪৩২

নারায়ণগঞ্জে কারখানায় বিস্ফোরণ, দগ্ধ ৬ শ্রমিক

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১২:০৪ পিএম, ২৬ অক্টোবর ২০২৫ রবিবার | আপডেট: ০৩:০৬ পিএম, ২৬ অক্টোবর ২০২৫ রবিবার

নারায়ণগঞ্জের বিসিক শিল্প এলাকায় এম এস ডাইং, প্রিন্টিং অ্যান্ড ফিনিশিং কারখানায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। েএতে ছয় শ্রমিক দগ্ধ হয়েছেন। 

রোববার (২৬ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে কারখানার নিচতলার বয়লার রুমে এ দুর্ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন- আল আমিন (৩০), আজিজুল্লাহ (৩২), মো. সেলিম (৩৫), মো. জালাল মোল্লা (৪০), মো. নাজমুল হুদা (৩৫) ও সিকিউরিটি গার্ড সুপারভাইজার নুর মোহাম্মদ (৩৫)।

বিস্ফোরণের সময় তারা বয়লার রুমে কাজ করছিলেন। হঠাৎ গ্যাস লাইনে বিকট শব্দে বিস্ফোরণের পর মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে। এতে তাদের শরীর ঝলসে যায়। 

সহকর্মীরা দগ্ধদের সঙ্গে সঙ্গে উদ্ধার করে ঢাকায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসেন।

ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান বলেন, দগ্ধ ছয়জনকে জরুরি বিভাগে চিকিৎসা দেয়া হচ্ছে। সবার অবস্থাই আশঙ্কাজনক।

কারখানার কর্মকর্তা ও শ্রমিকরা জানায়, সকালে এম এস ডাইংয়ের গ্যাসের আরএস রুমের পুনঃনির্মাণের কাজ করার সময় এই বিস্ফোরণ ঘটে। এসময় আগুন জ্বলে উঠে ছয় শ্রমিক দগ্ধ হয়। 

ফায়ার সার্ভিস জানায়, ডাইংকের গ্যাসের চেম্বার রুমে থাকা গ্যাসে স্পার্ক হয়ে বিস্ফোরণ ঘটে। দগ্ধদের মধ্যে পাঁচজন এম এসের ও একজন ফেয়ার এপারেল্সের নির্মাণ শ্রমিক। ফায়ার সার্ভিস ঘটনার বিস্তারিত তদন্ত করছে বলে জানান তারা।

এদিকে দগ্ধদের মধ্যে জালাল মোল্লার শরীরে ১৪ শতাংশ, আজিজুলে ৯ শতাংশ, নাজমুলের ২৮, সেলিম মিয়ার ১০ শতাংশ  আল আমিনের ১৭ ও নুর মোহাম্মদের শরীরে ২ শতাংশ দগ্ধ হয়েছে।

এএইচ