ঢাকা, রবিবার   ২৬ অক্টোবর ২০২৫,   কার্তিক ১১ ১৪৩২

বনলতা এক্সপ্রেস থেকে বিপুল পরিমাণ অস্ত্র-বিস্ফোরক উদ্ধার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৪:৩১ পিএম, ২৬ অক্টোবর ২০২৫ রবিবার

রাজধানীর বিমানবন্দর রেলওয়ে স্টেশনে বাংলাদেশ সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ বিদেশি অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করা হয়েছে।

রোববার (২৬ অক্টোবর) সকালে রাজশাহী থেকে ছেড়ে আসা বনলতা এক্সপ্রেস নামের একটি ট্রেন থেকে এ অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করা হয়। 

আইএসপিআরের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সেনাবাহিনীর ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেড, রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা এবং বিমানবন্দর রেলওয়ে পুলিশের সহায়তায় এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে রাজশাহী থেকে ছেড়ে আসা বনলতা এক্সপ্রেস ট্রেনে অস্ত্র ও বিস্ফোরক পাচারের আশঙ্কা থাকায় অভিযানটি পরিচালিত হয়। অভিযানের সময় ট্রেনের একটি নির্দিষ্ট বগি তল্লাশি করে সেনা আভিযানিক দল। এ সময় ৮টি বিদেশি পিস্তল, ১৬টি ম্যাগাজিন, ২৬ রাউন্ড অ্যামুনিশন, ২.৩৮৭ কেজি গান পাউডার এবং ২.২৮ কেজি প্লাস্টিক বিস্ফোরক উদ্ধার করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অভিযানে সেনাবাহিনী, রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা ও বিমানবন্দর রেলওয়ে পুলিশের সমন্বয়ে কোন ক্ষয়ক্ষতি ছাড়াই অভিযানটি সফলভাবে শেষ হয়। উদ্ধার অস্ত্র ও বিস্ফোরক পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য কমলাপুর রেলওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এমআর//