ঢাকা, সোমবার   ২৭ অক্টোবর ২০২৫,   কার্তিক ১১ ১৪৩২

আইইউটির ৩৭তম সমাবর্তন অনুষ্ঠিত

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত : ০৫:৪০ পিএম, ২৬ অক্টোবর ২০২৫ রবিবার

গাজীপুরে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি) এর  ৩৭তম সমাবর্তন অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৬ অক্টোবর) সকালে গাজীপুরের বোর্ড বাজার ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশে এই সমাবর্তন অনুষ্ঠিত হয়। 

বিশ্ববিদ্যালয়টির  উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল ইসলামের সভাপতিত্বে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আইইউটির প্রো-উপাচার্য ড. হিসেইন আরাবি নুর।

প্রধান অতিথি স্নাতকদের অভিনন্দন জানিয়ে বলেন, আইইউটি হচ্ছে ওআইসি কর্তৃক বাংলাদেশে প্রতিষ্ঠিত একমাত্র আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়। এটি দেশের জন্য গর্বের বিষয়। সরকার সবসময় আইইউটির পাশে থাকবে এবং এর উন্নয়ন ও সাফল্যে পূর্ণ সহযোগিতা অব্যাহত রাখবে।

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, ‘তোমাদের জন্য শিক্ষা একটি আমানত। এটি মানবকল্যাণে, নৈতিকতা ও উদ্ভাবনের পথে ব্যবহার করো। বিশ্বাস হোক তোমার দিকনির্দেশনা, জ্ঞান হোক তোমার আলো, সহমর্মিতা হোক তোমার শক্তি।’

উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল ইসলাম স্নাতকদের কৃতিত্বের প্রশংসা করেন এবং শিক্ষা, গবেষণা ও উদ্ভাবনের উৎকর্ষ সাধনে আইইউটির অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। তিনি বিশ্ববিদ্যালয়ের আউটকাম-বেইসড এডুকেশন (ওবিই) পদ্ধতির সফল বাস্তবায়ন ও কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিংস ২০২৬-এ অন্তর্ভুক্তির কথা উল্লেখ করেন।

ওআইসি মহাসচিব ও আইইউটির চ্যান্সেলর মাননীয় হিসেইন ব্রাহিম তাহা তাঁর বার্তায় বলেন, আইইউটি ওআইসি সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে কারিগরি শিক্ষা ও নৈতিক নেতৃত্বের বিকাশে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। তিনি বাংলাদেশের সরকারকে অব্যাহত সহযোগিতার জন্য ধন্যবাদ জানান।

সমাবর্তনে বিশিষ্ট অতিথি, কূটনীতিক, শিক্ষকবৃন্দ ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন। ৩৬টি ওআইসি সদস্য রাষ্ট্রের ৫২২ জন স্নাতককে ডিগ্রি প্রদান করা হয়। অসাধারণ একাডেমিক কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ ওআইসি গোল্ড মেডেল প্রদান করা হয় ইউসুফ ইবনে কামাল নিলয়-কে এবং আইইউটি গোল্ড মেডেল অর্জন করেন মো. রহিব-বিন-হোসেন, নব উদ্দিন, মো. মাহমুদুল হাসান ভূঁইয়া, রামিশা সালসাবিল,নোসিন নাহার স্মিতা, সামিয়া নওশিন এবং সাজিদুর রহমান চৌধুরী।

এমআর//