ঢাকা, সোমবার   ২৭ অক্টোবর ২০২৫,   কার্তিক ১২ ১৪৩২

২২ ঘণ্টা পর স্বাভাবিক হলো মেট্রোরেল চলাচল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:২৩ পিএম, ২৭ অক্টোবর ২০২৫ সোমবার | আপডেট: ১২:৩৫ পিএম, ২৭ অক্টোবর ২০২৫ সোমবার

রাজধানীর ফার্মগেটে পিলার থেকে বিয়ারিং প্যাড পড়ে পথচারী নিহতের ঘটনায় প্রায় ২২ ঘণ্টা বন্ধ থাকার পর উত্তরা-মতিঝিল রুটে পুরোদমে চালু হয়েছে মেট্রো চলাচল। 

সোমবার (২৭ অক্টোবর) বেলা ১১টা থেকে উত্তরা উত্তর থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল সেবা নিরবচ্ছিন্নভাবে পুনরায় চালু করা হয়। 

যাত্রীদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখিত প্রকাশ করেছে মেট্রোরেল কর্তৃপক্ষ।

গতকাল দুপুরে মেট্রোরেলের ৪৩৩ নম্বর পিলার থেকে একটি বিয়ারিং প্যাড নিচে পড়ে একজন পথচারী নিহত ও দুজন আহত হন। এরপর নিরাপত্তার জন্য পুরো পথে মেট্রোরেল চলাচল বন্ধ রাখা হয়।

এরপর বিকেল ৩টার দিকে আগারগাঁও-উত্তরা সেকশনে এবং  সন্ধ্যা সোয়া ৭টার দিকে মতিঝিল-শাহবাগ সেকশনে মেট্রো ট্রেন চলাচল শুরু হয়। তবে শাহবাগ-আগারগাঁও সেকশনে মেট্রো ট্রেন চলাচল বন্ধ থাকে।

দুর্ঘটনা পর ৪৩৩ নম্বর পিলারে বিয়ারিং প্যাড বসানোর কাজ শুরু করে ডিএমটিসিএল। কাজ শেষের পর আজ পুরো রুটে মেট্রো ট্রেন চলাচল স্বাভাবিক হলো।

এএইচ