ঢাকা, মঙ্গলবার   ২৮ অক্টোবর ২০২৫,   কার্তিক ১২ ১৪৩২

দেশের বিভিন্ন জেলায় যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:২২ পিএম, ২৭ অক্টোবর ২০২৫ সোমবার

দেশের বিভিন্ন জেলায় নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে জাতীয়তাবাদী যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী। সোমবার (২৭ অক্টোবর) দিনভর আনন্দ র‌্যালি, পথসভা ও আলোচনা সভার মধ্য দিয়ে পালন করা হয় দলটির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী।

ধামরাই প্রতিনিধি জানান, ঢাকা জেলার ধামরাই উপজেলায় জাতীয়তাবাদী যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আনন্দ র‍্যালির আয়োজন করা হয়। র‌্যালিটি উপজেলা চত্বর থেকে শুরু হয়ে ঢুলিভিটা বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা যুবদলের সাবেক সহসভাপতি ইবাদুল হক জাহিদ ও ঢাকা জেলা ছাত্র দলের সাবেক সাংগঠনিক সম্পাদক ইশতিয়াক আহমেদ ফারুক সহ উপস্থিত ছিলেন বিএনপি, যুবদল ছাত্রদল সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ র‍্যালিতে অংশ গ্রহণ করেন। 

সিরাজগঞ্জ প্রতিনিধি জানান, জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বিশাল বর্ণিল আনন্দ মিছিল করে জেলা যুবদল। এ সময় বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু উপস্থিত ছিলেন। পরে জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আলামিন খান ও সাধারণ সম্পাদক মোরাদুজ্জামান মুরাদের নেতৃত্ব  বিশাল আনন্দ মিছিল বের হয়। 

রাজবাড়ী প্রতিনিধি জানান, দলটির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজবাড়ীতে বর্ণাঢ্য র‌্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। রাজবাড়ী জেলা বিএনপির কার্যালয় থেকে জেলা যুবদলের আহ্বায়ক খায়রুল আনাম বকুলের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে মুক্তিযোদ্ধা স্মৃতি স্তম্ভে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় পথসভা।পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম।এ সময় আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন সম্রাট, সদস্য সচিব মামুনুল ইসলাম রনি, পৌর যুবদলের আহ্বায়ক সামসুল আলম রানা, সদস্য সচিব মহিউদ্দিন আহমেদ গিটারসহ জেলা, উপজেলা ও পৌর যুবদলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

কুড়িগ্রাম প্রতিনিধি জানান, কুড়িগ্রামে নানান কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে  জেলা বিএনপির কার্যালয় হতে একটি আনন্দ মিছিল বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ করে।এসময় নেতাকর্মীর হাতে ব্যানার ফেস্টুন শোভা পায়। আনন্দ মিছিলে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক অধ্যাপক হাসিবুর রহমান হাসিব,জেলা মহিলা দলের সভাপতি মোছাঃ রেশমা সুলতানা,সাধারণ সম্পাদক মোছাঃ মোসলেমা বেগম লিলি কায়কোবাদ, জেলা যুবদলের সভাপতি মোঃ রায়হান কবীর, সাধারণ সম্পাদক মোঃ নাদিম আহমেদ সহ উপজেলা ইউনিয়ন থেকে আসা যুবদলের নেতাকর্মীরা। 

পটুয়াখালী প্রতিনিধি জানান,পটুয়াখালীতে  যুবদলের ৪৭'তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য আনন্দ র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। র‌্যালিটি সার্কিট হাউজের সামনে থেকে র‌্যালিটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বনানী মোড়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মজিবুর রহমান টোটন, জেলা বিএনপির অন্যতম নেতা ও সাবেক পৌর মেয়র মোশতাক আহমেদ পিনু, জেলা যুবদলের সাবেক সভাপতি মনিরুল ইসলাম লিটন, যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি মোঃ নুরুল আমিন লিটন গাজী সহ অন্যান্যরা।

ঠাকুরগাঁও প্রতিনিধি জানান, উৎসবমুখর পরিবেশে ঠাকুরগাঁওয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে আয়োজিত বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন, জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের কয়েক হাজার নেতাকর্মী।

এমআর//