ঢাকা, বুধবার   ২৯ অক্টোবর ২০২৫,   কার্তিক ১৩ ১৪৩২

প্রবীণদের দীর্ঘমেয়াদি যত্নব্যবস্থা গড়ে তোলার আহ্বান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৫৩ পিএম, ২৮ অক্টোবর ২০২৫ মঙ্গলবার

বাংলাদেশ দক্ষিণ এশিয়ার অন্যতম দ্রুত বয়স্ক জনগোষ্ঠী বৃদ্ধির পথে থাকা দেশ। ২০২০ সালে যেখানে দেশের ৬০ বছর বা তদূর্ধ্ব জনগোষ্ঠীর হার ছিল প্রায় ১৩ শতাংশ, ২০৫০ সালের মধ্যে তা ২০ শতাংশ অতিক্রম করবে। 

মঙ্গলবার (২৮ অক্টোবর) রাজধানীর একটি হোটেলে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) এবং আয়াত এডুকেশন ফাউন্ডেশন-এর সহযোগিতায় বাংলাদেশের প্রবীণ জনগোষ্ঠীর জন্য প্রথম “লং-টার্ম কেয়ার” বিষয়ক দেশভিত্তিক বিশ্লেষণমূলক গবেষণায় এই তথ্য জানানো হয়। 

প্রতিবেদনে বলা হয, এই পরিবর্তন স্বাস্থ্যব্যবস্থা, সামাজিক সুরক্ষা এবং পারিবারিক কাঠামোর ওপর গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে। নগরায়ন, অভিবাসন এবং পারিবারিক কাঠামোর পরিবর্তনের কারণে প্রথাগত পারিবারিক যত্নব্যবস্থা চাপে পড়েছে। ফলে লাখ লাখ বয়স্ক মানুষ এখন আনুষ্ঠানিক, টেকসই এবং লিঙ্গ-সংবেদনশীল দীর্ঘমেয়াদি যত্নের প্রয়োজন অনুভব করছেন। 

সমাজ কল্যাণ সচিব ড. মোহাম্মদ আবু ইউসুফ, এডিবি ডেপুটি কান্ট্রি ডিরেক্টর আকিরা মাতসুংঙ্গা, এডিবির মানবসম্পদ কর্মকর্তা ফ্রান্সিসকো তোরনিয়োরি, আয়াত এডুকেশন ফাউন্ডেশনের চেয়ারপার্সন তাহসিন আমানসহ অন্যরা বক্তব্য রাখেন। 

বক্তারা বৃদ্ধ বয়সে স্বাস্থ্য এবং মানসিক সেবা নিশ্চিত করার পাশাপাশি বৃদ্ধদের বৃদ্ধাশ্রমে রাখার জন্য তাদের মানসিকতা পরিবর্তনে কাজ করার তাগিদ দেন। 

এমআর// ইমন চৌধুরী