ঢাকা, শনিবার   ০১ নভেম্বর ২০২৫,   কার্তিক ১৭ ১৪৩২

গণভোট নির্বাচনের আগে না হলে এর কোন মূল্য নেই: শফিকুর রহমান

লন্ডন প্রতিনিধি  

প্রকাশিত : ০৩:৩৮ পিএম, ১ নভেম্বর ২০২৫ শনিবার

জাতীয় নির্বাচনের আগে গণভোট না হলে এর কোন মূল্য নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। 

শুক্রবার (৩১ অক্টোবর) দুপুরে পূর্ব লন্ডনে বাংলাদেশ জামাতে ইসলামী আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। 

বাংলাদেশ জামাতে ইসলামের আমীর  বলেন, জামায়াত কখনো মিথ্যা আশ্বাস দেয় না। জামায়াত যা করতে পারবে তাই বলে। আমরা জনগণের নৈতিক আশা আকাঙ্খার বাহিরে কোনো কিছু কল্পনাও করি না। 

দুর্নীতি দেশের ভয়ানক সমস্যা উল্লেখ করে ডা. শফিকুর রহমান বলেন, জামায়াত ক্ষমতায় গেলো দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে এবং তা কাজের মাধ্যমে প্রমাণ করে দেয়া হবে। 

প্রবাসীদের অধিকার প্রসঙ্গে তিনি বলেন, প্রবাসীরা দেশের অর্থনীতির একটি বড় চালিকা শক্তি। প্রবাসীদের অধিকারের প্রশ্নে কোনো আপোষ করা হবে না। প্রবাসীরা যাতে তাদের ভোটের অধিকার পান এ বিষয়ে আমরা সব সময় সোচ্চার। পরিবর্তিত পরিস্থিতিতে আল্লাহ পরিবেশ অনুকূলে নিয়ে আসায় আমরা প্রবাসীদের প্রত্যেকটি অধিকার নিয়ে সংশ্লিষ্ট সকল পর্যায়ে জোরালোভাবে কথা বলেছি। আমাদের স্পষ্ট কথা হচ্ছে, যাদের প্রেরিত অর্থে দেশের অর্থনীতির ভীত মজবুত হয়, তাদের ভোটের বাহিরে রাখার কোনো সুযোগ নেই। 

জামায়াত আমীর গুম খুনের অভিযোগে অভিযুক্ত সেনা কর্মকর্তার বিচার প্রসঙ্গে বলেন, আমরা যে কোনো অপরাধের বিরুদ্ধে। মানুষের অধিকার যারা নষ্ট করেছেন, কোনো ধরণের অপরাধ ছাড়া যারা মানুষের উপর হত্যা, নির্যাতন-নিপীড়ন চালিয়েছেন যা ছিল ভয়ানক মানবাধিকার লঙ্ঘন। এ ধরনের অপরাধের সাথে যারা জড়িত ছিল তারা সেনাবাহিনীর লোক না অন্য কেউ সেটা ম্যাটার করেনা। যা হয়েছে সেগুলো আমাদের কাছে অপরাধ আর যারা করেছে তারা প্রত্যেকেই অপরাধী। এই কথাগুলো যত জায়গায় বলার দরকার আমরা বলেছি। 

ডাঃ শফিকুর রহমান তার যুক্তরাষ্ট্র সফর শেষে দেশ ফেরার পথে লন্ডনে যাত্রাবিরতিকালে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন। এ সময় তার সাথে বাংলাদেশ জামায়াত ইসলামির ইউরোপের মুখপাত্র ব্যারিস্টার আবু বকর মোল্লা, জামায়াতের প্রতিনিধি ও সেইভ বাংলাদেশ এর চেয়ারম্যান ব্যারিস্টার নজরুল ইসলাম, সিলেট মহানগর জামায়াতে ইসলামীর সাবেক সেক্রেটারি সিরাজুল ইসলাম শাহীন, ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহীসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

এর আগে সকাল ১০টায় জামায়াত আমীর ডাঃ শফিকুর রহমান ব্যবসায়ীদের সাথে অনুষ্ঠিত এক মতবিনিময় অনুষ্ঠানে বলেন, ব্যবসায়ীরা যাতে নিরাপদে দেশে ব্যবসা করতে পারেন জামায়াতে ইসলামী দেশের মানুষকে এটুকু আস্বস্ত করে যাচ্ছে। রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামী ব্যবসায়ীদের ক্ষতি হবে এমন কোনো কাজ করেনি এবং ভবিষ্যতে জনগণের সেবা করার সুযোগ পেলে ব্যবসায়ীদের ন্যায়সঙ্গত অধিকার খর্ব হয় এমন কাজও করবে না। জামায়াত ইসলামী দেশে বিনিয়োগের এমন পরিবেশ তৈরি করতে চায়, যেখানে কোনো ব্যবসায়ীকে তার কাজের জন্য একপয়সাও কাউকে অন্যায়ভাবে দিতে হবে না। 

ডাঃ শফিক বলেন, আমরা চাই আমাদের দেশ দুর্নীতি মুক্ত একটি দেশ হোক। বিদেশিরা দেশে গিয়ে খোলা মনে কোন ভয়-ভীতি ছাড়া বিনিয়োগ করুক এবং সেই সাথে আমাদের প্রবাসী ব্যবসায়ীরাও দেশে ফিরে বিনিয়োগ করে সম্মানের সাথে ব্যবসা বাণিজ্য পরিচালনা করুক। ঘুষ, সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত বিনিয়োগের পরিবেশ তৈরির মাধ্যমে আমরা সুন্দর একটি দেশ গড়তে চাই।

এএইচ