ঢাকা, সোমবার   ০৩ নভেম্বর ২০২৫,   কার্তিক ১৮ ১৪৩২

খুলনা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পি

খুলনা প্রতিনিধি

প্রকাশিত : ১১:২৪ এএম, ২ নভেম্বর ২০২৫ রবিবার

দীর্ঘদিন অসুস্থ থাকার কারণে খুলনা জেলা বিএনপির সদস্য সচিব শেখ আবু হোসেন বাবুর স্থলাভিষিক্ত হয়েছেন এসএম মনিরুল হাসান বাপ্পী। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তিনি ভারপ্রাপ্ত সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন।

শনিবার (১ নভেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিএনপি সূত্র জানায়, গত বছরের ২৯ ডিসেম্বর রাতে হঠাৎ মিনি স্ট্রোকে আক্রান্ত হন খুলনা জেলা বিএনপির সদস্য সচিব শেখ আবু হোসেন বাবু। প্রথমে তাঁকে নগরীর সিটি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকার স্কয়ার হাসপাতালে নেয়া হয়। সেখানে জটিল অস্ত্রোপচারের পর কিছুটা সুস্থ হলেও পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারেননি তিনি। গত ৩ মে উন্নত চিকিৎসার জন্য তাঁকে থাইল্যান্ডের একটি আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসা শেষে ৩০ জুলাই দেশে ফেরেন তিনি।

প্রসঙ্গত, ২০২৩ সালের ১৯ সেপ্টেম্বর খুলনা জেলা বিএনপির পুরোনো আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করে কেন্দ্র। পরবর্তীতে ১৩ ডিসেম্বর ঘোষিত তিন সদস্যের নতুন আহ্বায়ক কমিটিতে মো. মনিরুজ্জামান মন্টুকে আহ্বায়ক, শেখ আবু হোসেন বাবু সদস্য সচিব এবং মো. মোমরেজুল ইসলামকে জ্যেষ্ঠ যুগ্ম-আহ্বায়ক করা হয়।

দলের একাধিক নেতা জানান, দলের দীর্ঘদিনের সক্রিয় সংগঠক হিসেবে এসএম মনিরুল হাসান বাপ্পি দায়িত্বে আসায় মাঠ পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে নতুন করে উদ্দীপনা তৈরি হয়েছে।

এএইচ