ঢাকা, সোমবার   ০৩ নভেম্বর ২০২৫,   কার্তিক ১৯ ১৪৩২

জকসু নির্বাচনের সময় পেছানোর দাবি ছাত্রদলের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৩:৪৯ পিএম, ২ নভেম্বর ২০২৫ রবিবার | আপডেট: ০৪:১৮ পিএম, ২ নভেম্বর ২০২৫ রবিবার

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল শিক্ষার্থী সংসদ-২০২৫ নির্বাচন পেছানোর দাবি জানিয়েছে শাখা ছাত্রদল। রবিবার (২ নভেম্বর) সকাল ৯টায় উপাচার্য কনফারেন্স রুমে মতবিনিময় সভায় তারা এমন দাবি জানান।

জকসু নির্বাচন ২০২৫-এর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোস্তফা হাসানের সভাপতিত্বে সভায় ক্রিয়াশীল সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এতে নিজেদের অবস্থান জানিয়েছে শাখা ছাত্রদল, ছাত্রশিবিরসহ অন্যান্য রাজনৈতিক ও ছাত্র সংগঠনের নেতারা।

শাখা ছাত্রদলের আহবায়ক মেহেদী হাসান হিমেল বলেন, ‘আমরা ডাকসু, জাকসু, চাকসু, রাকসু নির্বাচন দেখেছি। সেখানে তফসিল ঘোষণার পরে তারা ২ মাস, পক্ষান্তরে ৩ মাস, এমনকি ৪ মাস পর্যন্ত সময় পেয়েছে। কিন্তু আমাদের নির্বাচন ঘোষণা হয়েছে ২৭ নভেম্বর।’

তিনি বলেন, ‘আমাদের সাংগঠনিকভাবে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা দিয়েছে। ২৪ নভেম্বর পর্যন্ত আমাদের কর্মসূচি রয়েছে ক্যাম্পাসে। এরকম হলে আমরা বিধিমালা অনুযায়ী ক্যাম্পাসে কোনো প্রোগ্রাম করতে পারব না। এজন্য বিধিমালায় পরিবর্তন আনতে হবে।’

ছাত্রদলের আহবায়ক আরও বলেন,‘নির্বাচনের ৯৬ ঘণ্টা আগ পর্যন্ত সাধারণ শিক্ষার্থীদের কাছে পৌঁছানোর জন্য অনুমতিক্রমে আমাদের সাংগঠনিক কার্যক্রম পরিচালনার সুযোগ দিতে হবে। নির্বাচনের সময়সীমা পিছিয়ে নিতে হবে।’

তবে বিশ্ববিদ্যালয়টিতে নির্বাচন পেছানো নিয়ে ইসলামী ছাত্রশিবিরের রয়েছে ভিন্নমত । শাখা ছাত্রশিবিরের সভাপতি মো. রিয়াজুল ইসলাম বলেন, ‘শিক্ষার্থীদের আন্দোলনের মধ্য দিয়ে প্রশাসন জকসু নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছিল, সে অনুযায়ী নির্বাচনের নির্দিষ্ট সময় নির্ধারিত আছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন ও নির্বাচন কমিশনের নৈতিক দায়িত্ব হলো নির্ধারিত সময়ে নির্বাচন আয়োজন করা।’

তিনি বলেন, ‘শিক্ষার্থীদের কাছে পৌছানোর বিষয়টি বিবেচনায় ৪৮ বা ৯৬ ঘন্টা পর্যন্ত সাংগঠনিক কার্যক্রম পরিচালনার অনুমতির দেয়ার বিষয়টি বিবেচনা করা যেতে পারে। তবে নির্বাচন পেছানো যাবে না।’

এমআর//