ফরিদপুরের ভাঙ্গায় দুই পক্ষের সংঘর্ষে আহত ৪০ জন
ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত : ১০:১১ পিএম, ২ নভেম্বর ২০২৫ রবিবার
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার হামিরদী ইউনিয়নের গোপীনাথপুর গ্রামে জমি সংক্রান্ত বিরোধসহ আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অর্ধ শতাধিক গ্রামবাসী আহত হয়েছেন।
রোববার (২ নভেম্বর) বিকেল ৪ থেকে শুরু হয়ে তিন ঘন্টা ধরে চলা এ সংঘর্ষে অসংখ্য ঘরবাড়ি, দোকানপাট ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ভাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছালেও প্রথমে পরিস্থিতি নিয়ন্ত্রণে না থাকায় পুলিশ পিছু হটে যায়, পরে জেলা পুলিশের সহায়তায় পরিবেশ নিয়ন্ত্রণে আসে।
সংঘর্ষকারীরা দেশীয় অস্ত্র ঢাল শরকি, কালি, কাতরা, টেটা ও সড়কের ইট ভেঙে মাথায় হেলমেট পরে উভয় পক্ষ সড়কের দুই পাশে তিন ঘন্টা ব্যাপী মুখোমুখি সংঘর্ষে লিপ্ত থাকে। সংঘর্ষে ইট ও দেশীয় অস্ত্রের আঘাতে কমপক্ষে ৪০ জন গ্রামবাসী আহত হয়। গুরুতর আহতদের উদ্ধার করে ভাঙ্গা হাসপাতালে ভর্তি করা হয়েছে ।
স্থানীয় সুত্রে জানা যায়, সাইমুম মাতুব্বর ও কুদ্দুস মাতুব্বারের পক্ষের লোকজন গত শুক্রবার জমিজমা সংক্রান্ত বিরোধ নিয়ে শালিস বৈঠকে বসে। কিন্ত সমাধান না হওয়ায় রোববার বিকালে ফের বৈঠক বসলেও সন্তোষজনক সিদ্ধান্ত না হওয়ার দু’দল গ্রামবাসী দেশীয় অস্ত্র নিয়ে একে অপরের উপর ঝাঁপিয়ে পড়ে।
ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তানসিভ জুবায়ের বলেন, সংঘর্ষে আহত হয়ে ৪০ জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসেন। এর মধ্যে গুরুতর আহত পাঁচজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। বাকিদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ হোসেন বলেন, স্থানীয় আধিপত্যকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জেলা পুলিশ লাইন্স থেকে অতিরিক্ত পুলিশ আনা হয়েছে।
এমআর//
