২৩৭ আসনে প্রার্থী তালিকা প্রকাশ বিএনপির
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৭:০৬ পিএম, ৩ নভেম্বর ২০২৫ সোমবার | আপডেট: ০৭:৫৬ পিএম, ৩ নভেম্বর ২০২৫ সোমবার
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দেশের ৩০০ সংসদীয় আসনের মধ্যে ২৩৮ আসনে নিজেদের সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করেছে বিএনপি। বাকি আসনগুলোর কিছু শরিকদের ছাড়বে দলটি। এছাড়া কিছু আসনে প্রার্থী বাছাইয়ে জটিলতা থাকায় তা স্থগিত রাখা হয়েছে।
সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রার্থীদের নাম ঘোষণা করেন।
এসময় বিএনপি মহাসচিব জানান, যেসব আসনে প্রার্থী দেওয়া হয়নি সেগুলো পরে ঘোষণা করা হবে। এর বাইরে কিছু আসন শরিকদের ছাড়া হবে।
ঘোষিত তালিকা অনুযায়ী, দিনাজপুর-৩ ও বগুড়া-৭ আসন থেকে চেয়ারপারসন বেগম খালেদা জিয়া; বগুড়া-৬ আসনে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান; ঠাকুরগাঁও-১ আসনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর; স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন কুমিল্লা-১, আব্দুল মঈন খান নরসিংদী-৩, আমির খসরু মাহমুদ চৌধুরী চট্টগ্রাম-১০, সালাহউদ্দিন আহমদ কক্সবাজার-১, মির্জা আব্বাস ঢাকা-৮, গয়েশ্বর চন্দ্র রায় ঢাকা-৩, ইকবাল হাসান মাহমুদ টুকু সিরাজগঞ্জ-২, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ ভোলা-৩ আসনে লড়বেন।
২৩৭ আসনে ঘোষিত প্রার্থীদের পূর্ণাঙ্গ তালিকা নীচে দেয়া হলো-





















