বগুড়ায় বিএনপি নেতাকর্মীদের উচ্ছাস,আনন্দ শোভাযাত্রা
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১১:৪৯ পিএম, ৩ নভেম্বর ২০২৫ সোমবার
		
	আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ (সদর) থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং বগুড়া-৭ (গাবতলী–শাহজাহানপুর) থেকে দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মনোনয়ন পেয়েছেন। সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ ঘোষণা দেয়ার পরই বগুড়া জুড়ে বইছে উৎসবের আমেজ।
ঘোষণার কিছুক্ষণের মধ্যেই শহরের সাতমাথা, শহীদ জিয়াউর রহমান নগরী ও গাবতলী বাজার পর্যন্ত মিছিল ও শোভাযাত্রায় মুখর হয়ে ওঠে বগুড়া। শহরের বিভিন্ন পয়েন্টে দলীয় নেতাকর্মীরা উল্লাস করেন।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মভূমি হিসেবে বগুড়ায় বিএনপির দীর্ঘ রাজনৈতিক ঐতিহ্য রয়েছে। এই জেলার দুই আসনেই ১৯৯১ সাল থেকে খালেদা জিয়া একাধিকবার বিজয়ী হয়েছেন। এবার একই মঞ্চে মা–ছেলের অংশগ্রহণে স্থানীয় রাজনীতিতে যেন নতুন প্রাণ ফিরে এসেছে।
সোমবার রাতে জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশার নেতৃত্বে দলীয় কার্যালয় থেকে এক বিশাল আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে । পরে এক সংক্ষিপ্ত সমাবেশে তিনি বলেন, বগুড়ার মানুষের জন্য আজ ঐতিহাসিক দিন। মা-ছেলে দুজনই বগুড়াকে বেছে নিয়েছেন। এটি শুধু দলের নয়, বগুড়াবাসীর গর্বের বিষয়।
তিনি জানান, তারেক রহমান ফোনে বগুড়ার মানুষকে সালাম জানিয়েছেন এবং বলেছেন, এবার বগুড়া থেকেই শুরু হবে বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তন।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এক আসনে তারেক রহমান ও আরেক আসনে খালেদা জিয়ার অংশগ্রহণ শুধু নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা নয়, বরং বগুড়ায় বিএনপির ঐক্য, আবেগ ও প্রতীকি শক্তির প্রকাশ ঘটাবে।
এমআর//
