ঢাকা, বুধবার   ০৫ নভেম্বর ২০২৫,   কার্তিক ২১ ১৪৩২

খালেদা জিয়ার আসনগুলোতে এনসিপি প্রার্থী দেবে না: নাহিদ ইসলাম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ০১:৩৮ পিএম, ৫ নভেম্বর ২০২৫ বুধবার

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)র আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, দেশের ৩০০টি আসনেই প্রার্থী দেওয়ার পরিকল্পনা চূড়ান্ত করেছে এনসিপি। তবে, বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানিয়ে তার নির্বাচনী আসনগুলোতে কোনো প্রার্থী না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দলটি।

বুধবার সকালে নারায়ণগঞ্জের গোদনাইলে প্রয়াত জুলাইযোদ্ধা গাজী সালাউদ্দিনের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করতে গিয়ে এসব কথা বলেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, এখন রাজনীতিতে পেশিশক্তি, কালো টাকা ও স্থানীয় গডফাদারগিরির অপসংস্কৃতি প্রভাব বিস্তার করেছে। এ সংস্কৃতি চ্যালেঞ্জ করতেই এনসিপি সাধারণ ও খেটে খাওয়া মানুষের প্রতিনিধি দাঁড় করাতে চায়।

তিনি বলেন, নির্বাচনী ডামাডোলের এই সময়েও আহত জুলাই যোদ্ধাদের ভুলে গেলে চলবে না। তাদের চিকিৎসা ও পুনর্বাসনের দায়িত্ব রাষ্ট্রের। শুধু প্রাথমিক চিকিৎসা নয়, দীর্ঘমেয়াদি চিকিৎসার ব্যবস্থাও করতে হবে। তবেই তাদের প্রকৃত মূল্যায়ন হবে।

এনসিপি আহ্বায়ক বলেন, ‘দেশের স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় যারা জীবন বাজি রেখেছেন, তাদের ত্যাগের প্রতি সম্মান জানানোই নাগরিক পার্টির অঙ্গীকার।’

এসময় উপস্থিত ছিলেন দলটির কেন্দ্রীয় নেতা আল আমিন, আহমেদুর রহমান তনুসহ অনেকে।

এএইচ