পাঁচ দফা দাবিতে যমুনা অভিমুখে জামায়াতের পদযাত্রা
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১১:৩৭ এএম, ৬ নভেম্বর ২০২৫ বৃহস্পতিবার | আপডেট: ১২:০৬ পিএম, ৬ নভেম্বর ২০২৫ বৃহস্পতিবার
জুলাই সনদ বাস্তবায়ন ও সংখ্যানুপাতিক পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচনসহ পাঁচ দফা দাবিতে যমুনা অভিমুখে পদযাত্রা শুরু করেছে জামায়াতসহ অন্যান্য ইসলামি দলগুলো।
বৃহস্পতিবার (০৬ নভেম্বর) সকাল থেকেই রাজধানীর মতিঝলের শাপলা চত্তরে জামায়াতসহ ইসলামী দলগুলোর নেতাকর্মীরা জড়ো হয়।
পরে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে পদযাত্রা শুরু করে তারা।
পদযাত্রার শুরুতে প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ‘আপনি ঐকমত্য কমিশনের প্রধান, আপনি সরকার প্রধান। আপনি এক্ষুনি জুলাই সনদ বাস্তবায়নের আদেশ জারি করুন। যদি আপনি না করেন, আপনি যে সম্মান অর্জন করেছেন, আপনার মর্যাদা আপনি নষ্ট করবেন।’
এর আগে, বুধবার সংবাদ সম্মেলনে জামায়াত জানায়, তাদের এ কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালন করা হবে এবং স্মারকলিপিতে অন্তর্বর্তী সরকারের কাছে রাজনৈতিক সংস্কার, ন্যায্য নির্বাচন ব্যবস্থা ও গণতন্ত্র পুনরুদ্ধারের দাবি জানানো হবে।
তার আগে সোমবার বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দেশে রাজনৈতিক স্থিতিশীলতা ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে জুলাই সনদের পূর্ণ বাস্তবায়ন জরুরি বলে জানায় ইসলামী দলগুলোর নেতারা।
পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে-
» জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ জারি
» নভেম্বরে গণভোট
» অন্তর্বর্তী সরকারের মেয়াদে রাজনৈতিক হয়রানি ও গ্রেপ্তার বন্ধ
» নির্বাচনে সব দলের সমান সুযোগ
» ধর্মীয় স্বাধীনতা ও রাজনৈতিক সংগঠনের কার্যক্রমে বাধাহীনতা নিশ্চিত করা
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সঙ্গে এই পদযাত্রায় আছে ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি (বিডিপি)।
এএইচ
