ক্যান্সারে আক্রান্ত দীপিকা ফের হাসপাতালে
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৪:৩৬ পিএম, ৬ নভেম্বর ২০২৫ বৃহস্পতিবার
ভারতীয় ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী দীপিকা কক্কর ফের হাসপাতালে ভর্তি হয়েছেন। গত কয়েক মাস আগে অভিনেত্রীর শরীরে ক্যানসারে ধরা পড়ে। ক্যানসার ধরা পড়লে তড়িঘড়ি করে অস্ত্রোপচার করা হয়। এখন ডাক্তারের পরামর্শে প্রতি দুই মাসে অন্তর টার্গেট থেরাপি দেয়া হচ্ছে।
কিছুদিন আগেই দীপিকা জানিয়েছিলেন, তার ‘টার্গেট থেরাপি’ শুরু হয়েছে। যার পার্শ্বপ্রতিক্রিয়া স্বরূপ সারাক্ষণ গা-বমি বমি ভাব, মাথা ঘোরানোর সঙ্গে শুরু হয়েছিল চুল পড়ে যাওয়ার মতো সমস্যা।
অস্ত্রোপচারের পর থেকে জীবনটাই বদলে গেছে তার। আগে তিনি এক জায়গায় বসে থাকতে পারতেন না। অভিনয় হোক বা বাড়ির কাজ, সব সময়ে কাজেই নিমগ্ন থাকতেন তিনি। কিন্তু এখন শরীর সায় দিচ্ছে না দীপিকার।
প্রতি দুই মাস পর তাকে হাসপাতালে ভর্তি হতে হয় শরীরে রক্ত নেওয়ার জন্য। সেই সময়ে রক্ত পরীক্ষাও করা হয়। পরীক্ষার ফল নিয়ে বেশ উদ্বেগেই থাকেন দম্পতি।
হাসপাতাল থেকে তার স্বামী শোয়েব একটি ভিডিও শেয়ার করেছেন। তাতে বেশ উদ্বিগ্ন দেখাচ্ছে দীপিকাকে। যদিও পরে দীপিকার স্বামী জানান, আপাতত সব ঠিকঠাক আছে।
দীপিকা শরীরে ক্যানসার শনাক্ত হওয়ার আগে পেটের ব্যথার কারণে নিয়মিত অসুস্থ হয়ে থাকতেন তিনি। গত মে মাসে জানা যায় তিনি লিভার ক্যানসারে আক্রান্ত হয়েছেন। অভিনেত্রীর স্বামী শোয়েব সামাজিক মাধ্যমে এক ভিডিও বার্তায় অশ্রুসিক্ত চোখে স্ত্রীর অসুস্থতার খবর জানিয়েছিলেন।
এমআর//
