আইইউটি অ্যালামনাই অ্যাসোসিয়েশননের গরু পার্টি আয়োজন
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৫:৫৭ পিএম, ৬ নভেম্বর ২০২৫ বৃহস্পতিবার
সম্প্রতি আইইউটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আয়োজনে ঢাকার আইবিএ অ্যালামনাই ক্লাবে অনুষ্ঠিত হল “আইইউটিএএ গরু পার্টি ২০২৫”। ১৯৯৬ ব্যাচ থেকে শুরু করে সদ্য স্নাতক ব্যাচ-২০ পর্যন্ত প্রায় ৪০০ জন প্রাক্তন আইইউটিয়ান এই অনুষ্ঠানে অংশ নেন।
আইইউটিএএ সভাপতি মো. আজিমউদ্দিন খান-এর স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শুরু হয়। স্বাগত বক্তব্যে তিনি তুলে ধরেন গরু পার্টি আয়োজনের পেছনের স্মৃতি বিজড়িত গল্প।
সন্ধ্যার আনুষ্ঠানিকতা রঙিন হয়ে ওঠে মেহেদী হাসান আলী (এমপিই’১৯) ও ওয়ালী উল্লাহ রিমান (সিইই’১৯)-এর নৃত্য পরিবেশনায়। এরপর সঙ্গীত পরিবেশনায় মঞ্চ মাতান মঈন উদ্দিন আহমেদ (রবিন) (এমসিই’০৪) ও তৌসিফ উন নবি গৌরব (এমসিই’০৫) । পরে তাঁদের সঙ্গে যোগ দেন তৌসিফুল ইসলাম (সিএসই’১১) ও সাদমান সাকিব সৌমিক (ইইই’১৬)। এক পর্যায়ে মঞ্চে আসেন আরও দুই জনপ্রিয় অ্যালামনাই শিল্পী ফয়সাল জিকো (এমসিই’০৮) ও ফাইয়াজ আলাপ (এমসিই’০৮), যাঁদের প্রাণবন্ত পরিবেশনায় দর্শক উচ্ছ্বসিত হয়ে ওঠে।
পরবর্তী মুহূর্তে দর্শক উপভোগ করে এক অনন্য হাস্যরসাত্মক স্ট্যান্ড-আপ কমেডি, পরিবেশন করেন প্রখ্যাত অ্যালামনাই সামি দোহা (ইইই’০১)।
অনুষ্ঠানে ডায়লগ এক্সচেঞ্জ প্রোগ্রামের মাধ্যমে বিভিন্ন ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীরা নির্বাহী কমিটির কাছে তাঁদের প্রত্যাশা ও ভবিষ্যৎ কার্যক্রমে অংশগ্রহণের আগ্রহ প্রকাশ করেন।
রাতের শেষ ভাগে ইয়ামেজিং এর পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত হয় র্যাফেল ড্র। ড্র তে বিজয়ীদের মাঝে বিশেষ গিফট হ্যাম্পার তুলে দেয়া হয়। পরে ঐতিহ্যবাহী গরুর মাংস ভোজের মাধ্য দিয়ে আনন্দঘন সমাপ্তি ঘটে আয়োজনে।
এবারের অনুষ্ঠানটির পৃষ্ঠপোষক ছিলেন: বন্ডস্টেইন (টাইটেল স্পনসর); ইয়ামেজিং ও ব্রিউড হারমোনি কফি রোস্টার্স (সিলভার স্পনসর); দ্য হোয়াইট হাউস লিমিটেড, ইরাম বিডি, এবং গ্লোবাল ইনফরমেটিকস লিমিটেড (ব্রোঞ্জ স্পনসর); ও ড্রিম উইভার (ক্রিয়েটিভ পার্টনার)।
এছাড়াও গুডি ব্যাগ স্পনসর হিসেবে ছিলেন ড্রিম ওয়েভার, ফ্যাব্রিলাইফ, আল-সিহা, দুরন্ত ইন্টারনেট, ড্যাশবোর্ড, এবং ব্রিউড হারমোনি কফি রোস্টার্স।
এমআর//
